কলকাতা: কলকাতা সাগরদত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালের ছবি দেখতে রীতিমতো আতকে উঠতে হয়৷ পরিস্থিতি এক কথায় ভয়াবহ৷ ভর্তি হাসপাতালের বেড৷ জরুরি বিভাগে কাতারে কাতারে রোগী৷ জরুরি বিভাগের সামনে মেঝেতে পরেই ছটফট করছেন তাঁরা৷ একই চ্যানেল দিয়ে অক্সিজেন নিচ্ছেন একের পর এক রোগী৷ সাগরদত্ত হাসপাতালে রয়েছে ১০ বেডের অক্সিজেন পার্লার৷ সেখানে একটি বেডও খালি নেই৷ এই অবস্থায় কিছুই করার নেই তাঁদের৷ তাঁর নিরুপায়, জানালেন হাসপাতালের সুপার৷
আরও পড়ুন- কোভিড রোগী ভর্তির বিলম্ব এড়াতে সংশোধিত নির্দেশিকা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের
হাসপাতালের ভিতরে থিকথিক করছে রোগী৷ কিন্তু জরুরি বিভাগে ঢোকার আগে যে করিডর রয়েছে, সেখানে সারিবদ্ধ ভাবে বসে রয়েছেন রোগীরা৷ তাঁদের মধ্যে অনেকেই কোভিড পজেটিভ৷ আবার অনেকের কাছে কোভিড রিপোর্ট নেই৷ কিন্তু তাঁদের সকলেরই শ্বাসকষ্ট রয়েছে৷ প্রত্যেককেই সাধ্যমতো অক্সিজেন দেওয়া হচ্ছে৷ কেউ বা বসে, কেউ বা করিডরের মেঝেতে শুয়েই অক্সিজেন নিচ্ছেন৷ অক্সিজেনের প্রবল চাহিদা নিয়েই এখানে আসছেন রোগীরা৷ তাঁদের মধ্যে অধিকাংশই ষাটোর্ধ্ব বা সত্তরোর্ধ্ব৷ সকলের মুখে অক্সিজেন মাস্ক৷ সঙ্গে রয়েছে পরিবারের সদস্যরাও৷ স্বাস্থ্য কর্মীরাও পর্যাপ্ত চেষ্টা চালাচ্ছেন৷ রোগীদের জন্য তাঁরা অক্সিজেনের বন্দোবস্ত করছেন৷ কিন্তু অক্সিজেনের নল কোথায় শুরু আর কোথায় শেষ তা বোঝার উপায় নেই৷ তবে মাঝে মধ্যেই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হচ্ছে এখানে৷ রোগীর পরিবারের সদস্যরা অনেক সময় অধৈর্য হয়ে পড়ছেন৷ রোগীর চাপে পরিস্থিতি সামাল দিতে স্বাস্থ্যকর্মীদের রীতিমতো বেগ পেতে হচ্ছে৷ অনেক সময় রোগীর পরিবারের লোকজনই অক্সিজেন সিলিন্ডার টেনে আনছেন৷