বিকেল ৫ টার পরেই হকি খেলা হবে! কীসের ইঙ্গিত দিলেন ‘কেষ্ট’

বিকেল ৫ টার পরেই হকি খেলা হবে! কীসের ইঙ্গিত দিলেন ‘কেষ্ট’

বোলপুর: ১০৮ পুরসভার ভোট নিয়ে সকাল থেকেই উত্তেজনা রাজ্যজুড়ে। বিজেপি সহ সব বিরোধীরা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সন্ত্রাস এবং হিংসার অভিযোগ তুললেও ঘাসফুল শিবির তা পুরোপুরি অস্বীকার করেছে। তাদের দাবি, ভোট শান্তিপূর্ণ হচ্ছে। কিন্তু সংবাদমাধ্যমে যে চিত্র ধরা পড়ছে তাতে তৃণমূলের দাবি মানতে পারছে না বিরোধীদের কেউই। এই অবস্থায় আবার চাঞ্চল্যকর মন্তব্য করে বসলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। তিনি বললেন, বিকেল ৫ টার পর হকি খেলা হবে! নিয়ম অনুযায়ী ভোট আজ ৫ টায় শেষ। অর্থাৎ অনুব্রত বললেন ভোট শেষের পর হকি হবে! আসলে কী বলতে চাইলেন তিনি, তা বোঝা দায়।

আরও পড়ুন- গ্রুপ সি মামলার তদন্তভার রঞ্জিত কুমার বাগের কমিটিকে দিল হাই কোর্ট

সিবিআই তাঁকে তলব করেছিল কিন্তু তিনি অসুস্থতার কারণ দেখিয়ে তলবে সাড়া দেননি। কিন্তু আজ তিনি ভোট দিতে গিয়েছিলেন। সেখানেই তিনি বলেন, গোটা রাজ্যের ভোট শান্তিপূর্ণভাবে হচ্ছে। বীরভূমেও তাই। মানুষ নিজের ভোট নিজে দিতে পারছেন। আর বিকেল ৫টার পর হকি খেলা হবে। এই মন্তব্য নিয়েই শোরগোল শুরু হয়ে গিয়েছে। বোলপুর পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের ভোটার তিনি। অসুস্থ শরীর নিয়েই ভোট দিতে আসেন অনুব্রত মণ্ডল। অন্যদিকে সাংবাদিক বৈঠক করে এমনই শান্ত ভোটের কথাই বলেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।

কুণাল জানিয়েছেন, মানসিক অবসাদ ও নিশ্চিত পরাজয় জেনে প্রচারে ভেসে থাকার চেষ্টা করছে বিরোধীরা৷ দুর্ভাগ্যজনকভাবে কিছু অভিযোগ এসেছে৷ কোনও কোনও সংবাদমাধ্যমের সাংবাদিক ও চিত্র সাংবাদিক অনৈতিক ভাবে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেছে৷ তৃণমূল কংগ্রেসকে ভোট না দেওয়ার জন্যে প্ররোচনা দেওয়া হয়েছে৷ যে অভিযোগ বা নাটকগুলি সামনে আসছে শতাংশের হিসাবে তা মাত্র ১.২ শতাংশ৷   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 1 =