আজ দেশজুড়ে পালিত হচ্ছে চিকিৎসক দিবস, জানুন এর ইতিহাস

আজ দেশজুড়ে পালিত হচ্ছে চিকিৎসক দিবস, জানুন এর ইতিহাস

কলকাতা:  আজ সারা দেশজুড়ে পালিত হচ্ছে চিকিৎসক দিবস৷ বিশিষ্ট চিকিৎসক তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে এই দিনটিকে চিকিৎসক দিবস হিসাবে পালন করা হয়ে থাকে৷ তবে এই বছর বিশেষ মাত্রা পেয়েছে আজকের দিনটি৷ গত দেড় বছর ধরে কোভিডের বিরুদ্ধে যে ভাবে চিকিৎসক, নার্স সহ সকল স্বাস্থ্য কর্মী নিরলস ভাবে লড়াই করে চলেছেন, তাকে কুর্নিশ জানিয়ে আমাদের রাজ্যে ছুটি ঘোষণা করা হয়েছে৷ স্বাস্থ্য কর্মীদের শ্রদ্ধা জানিয়েছে গোটা দেশ৷ 

আরও পড়ুন-লোকাল বন্ধ থাকলেও আগামী সপ্তাহ থেকে ছুটবে মেল-এক্সপ্রেস, জানাল রেল

ড. বিধানচন্দ্র রায়ের অবদানকে স্বীকৃতি জানিয়ে ১৯৯১ সালে প্রথম চিকিৎসক দিবস পালন করা হয়েছিল৷ ফি বছর ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসেসিয়েশন-এর পক্ষ থেকেও ১ জুলাই জাতীয় চিকিৎসক দিবস হিসাবে পালন করা হয়৷ যাঁরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে মানুষের সেবা করে চলেছেন, এই দিনটি তাঁদের নামে উৎসর্গ করা হয়েছে৷ তবে এই প্রথম চিকিৎসক দিবসে ছুটি ঘোষণা করল রাজ্য৷ মুখ্যমন্ত্রী বলেন, কোভিড পরিস্থিতিতে রাজ্যের চিকিৎসক, নার্স সহ সকল স্বাস্থ্যকর্মী খুব ভালো কাজ করেছে৷ তাঁদের এই পরিশ্রমকে কুর্নিশ জানিয়ে ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার৷  
 

আরও পড়ুন- রেড রোডে ভয়াবহ দুর্ঘটনা, পাঁচিল ভেঙে ফোর্টউফলিয়ামে ঢুল বাস, গুরুতর আহত ১২

বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন তারিখে চিকিৎসক দিবস পালন করা হয়৷ ভারতে চিকিৎসক দিবস পালিত হয় ১ জুলাই৷ ১৮৮২ সালের ১ জুলাই  প্রকাশচন্দ্র রায় ও অঘোরকামিনী দেবীর ঘরে জন্মগ্রহণ করেছিলেন ডা. বিধানচন্দ্র রায়৷ আবার এই দিনটিই তাঁর মৃত্যু দিবস৷ ১৯৬২ সালে মারা যান এই বিখ্যাত চিকিৎসক তথা রাজনীতিবিদ৷ মারা যাওয়ার ঠিক এক বছর আগে ১৯৬১ সালে ভরাতরত্ন সম্মানে ভূষিত হয়েছিলেন তিনি৷ ব্রিটিশ মেডিক্যাল জার্নালে , তাঁকে ভারতীয় উপমহাদেশের প্রথম মেডিক্যাল পরমর্শদাতা হিসাবে উল্লেখ করে হয়েছিল৷ ১৯০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম.এস.এস ডিগ্রি এবং ১৯১১ সালে ইংল্যান্ড থেকে এম.আর.সি.পি ও এফ.আর.সি.এস ডিগ্রি অর্জন করেন।  চিকিৎসা ক্ষেত্রে তাঁর অবদান অনস্বীকার্য৷ 
 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 1 =