গরু পাচারকারীর থেকে ৫ কোটি নিয়েছেন দেব! বিস্ফোরক দাবি হিরণের

টালিগঞ্জের ৯৯ শতাংশ প্রয়োজক নাকি 'চোরেদের' সঙ্গে যুক্ত, এমনই মত হিরণের। এর পাশাপাশি সায়নী ঘোষের বিরুদ্ধে ফ্ল্যাট-দুর্নীতির অভিযোগ

কলকাতা: তারা টলিউডে একে অপরের সহকর্মী। কিন্তু রাজনৈতিক মতাদর্শের প্রেক্ষিতে তারা ‘শত্রু’। আগে একাধিকবার তৃণমূল সাংসদ তথা দেবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছিলেন বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। এবার আরও বিস্ফোরক দাবি করলেন তিনি। স্পষ্ট দাবি, গরু পাচার মামলায় ধৃতের থেকে মোটা টাকা নিয়েছেন দেব। হিরণের আরও বক্তব্য, প্রযোজক শ্রীকান্ত মোহতা দুর্নীতিগ্রস্থ।

আরও পড়ুন- চারদিনেই নাজেহাল! তিহাড়ে মন বসছে না কেষ্টর, আসানসোলে ফিরতে চেয়ে আবেদন

বিজেপি বিধায়কের একে একে নিশানা করেছেন টলিউডের ‘তৃণমূলপন্থী’দের। একহাত নিয়েছেন অভিনেত্রী তথা তৃণমূল নেত্রী সায়নী ঘোষকেও। কিন্তু দেব এবং শ্রীকান্ত মোহতাকে নিয়ে তাঁর অভিযোগ সোরগোল ফেলে দিয়েছে। হিরণ বলেছেন, গরু পাচার কাণ্ডের মূল অভিযুক্ত এনামুল হকের থেকে ৫ কোটি টাকা নিয়েছেন দেব। এছাড়া শ্রীকান্ত মোহতা কোটি কোটি টাকা লুট করেছেন বলেও দাবি তাঁর। এখানেই শেষ নয়। টালিগঞ্জের ৯৯ শতাংশ প্রয়োজক নাকি ‘চোরেদের’ সঙ্গে যুক্ত, এমনই মত হিরণের। এর পাশাপাশি সায়নী ঘোষের বিরুদ্ধে ফ্ল্যাট-দুর্নীতির অভিযোগ অভিনেতা-বিধায়কের।