নয়াদিল্লি: গরু পাচার মামলায় ইডি-র হাতে গ্রেফতার অনুব্রত মণ্ডলের বর্তমান ঠিকানা দিল্লির তিহাড় জেল৷ রাউস অ্যাভেনিউ কোর্ট তাঁকে ১৩ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে৷ কিন্তু দিল্লিতে অবাঙালি পরিবেশে কিছুতেই মন টিকছে না কেষ্টর৷ আসানসোলে ফিরতে চেয়ে আবেদন জানালেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি৷
আরও পড়ুন- বাবাও চাকরি দিয়েছিলেন অনেককে! বিস্ফোরক বাম আমলের মন্ত্রী-পুত্র উদয়ন
আসানসোল জেলে ফেরানোর আর্জি জানিয়ে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টের দ্বারস্থ হয়েছেন অনুব্রত। এপ্রিল মাসেই তাঁর এই আবেদনের শুনানি হবে। ১৩ দিনের জেল হেফাজত শেষ হতেই নতুন মামলার শুনবে দিল্লির আদালত৷ জানা গিয়েছে, শনিবারই অনুব্রতর আইনজীবী রাউস অ্যাভেনিউ কোর্টে এই আবেদন জানিয়েছেন। আগামী ৩ এপ্রিল বিচারক রঘুবীর সিং-এর বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা। সেদিনই অনুব্রতর তিহাড়ে থাকতে না চাওয়ার কারণ জানা যাবে বলে মনে করা হচ্ছে। ওই দিনই শেষ হচ্ছে কেষ্টর ১৩ দিনের জেল হেফাজত৷
অনুব্রত মণ্ডলকে ১৩ দিনের জন্য তিহাড় জেলে রাখার নির্দেশ দিয়েছে রাউস অ্যাভেনিউ আদালত। কিন্তু, ১৩ দিন দূর অস্ত, ৪ দিন পার করার আগেই আসানসোল জেলে ফিরতে চেয়ে আদালতের দ্বারস্থ হলেন কেষ্ট। শোনা যাচ্ছে, তিহাড় জেলে যাওয়ার পরই থেকেই তিনি অসুস্থ বোধ করছেন। তার উপর তিনি বাংলা ছাড়া অন্য কোনও ভাষা বলতে বা বুঝতে পারেন না৷ তাঁর জন্য দোভাষী রাখার কথাও বলা হয়েছে আদালতের তরফে। খুব বেশি অসুস্থ বোধ করলে তিনি দোভাষীর সাহায্য নিতে পারবেনন। তবে জেলে বিশেষ পর্যবেক্ষণেই রাখা হয়েছে তৃণমূলের এই দাপুটে নেটাকে। কিন্তু, আদালতের এত ব্যবস্থাপনার পরেও ভাল নেই কেষ্ট! এমনকী তিহাড়ের অবাঙালি খাওয়ারও মুখে তুলে পারছেন না তিনি৷ তড়িঘড়ি ফিরতে চাইছেন আসানসোলে৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>