লাইনের সমস্যা থেকেই কি দুর্ঘটনা? উচ্চপর্যায়ে তদন্তের নির্দেশ, ক্ষতিপূরণ ঘোষণা রেলের

লাইনের সমস্যা থেকেই কি দুর্ঘটনা? উচ্চপর্যায়ে তদন্তের নির্দেশ, ক্ষতিপূরণ ঘোষণা রেলের

aae2533df8d5c82f32980d4b073bad4a

জলপাইগুড়ি:  ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে আপ বিকানের এক্সপ্রেস৷ ময়নাগুড়ির দোমোহনি এলাকায় উল্টে যায় গুয়াহাটিগামী বিকানের এক্সপ্রেসের ১২টি কামরা৷ বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে৷ বিকেল পাঁচটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে৷ প্রাথমিক ভাবে জানা যাচ্ছে সিগন্যালের কোনও সমস্যা ছিল না৷ লাইনে সমস্যা থেকেই দুর্ঘটনা বলে অনুমান রেলের৷ উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেষ দিয়েছে রেল৷ 

আরও পড়ুন- এখনও পর্যন্ত তিন জনের দেহ উদ্ধার হয়েছে, জানালেন জলপাইগুড়ির জেলাশাসক

যে ভয়ঙ্কর বিপর্যয় ঘটেছে তাতে বহু যাত্রীর মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন জলপাইগুড়ির জেলাশাসক৷ এখনও পর্যন্ত ৪০ জনকে উদ্ধার করা হয়েছে৷ ময়নাগুড়ি হাসপাতালে ভর্তি রয়েছে ১৬ জন৷ তাঁদের মধ্যে অধিকাংশেরই অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে৷ জীবিত ব্যক্তিরা কোনও ভাবেই দুর্ঘটনার আতঙ্ক ভুলতে পারছে না৷ এই দুর্ঘটনা মনে করিয়ে দিচ্ছে সাইথিয়া, জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনার মতো আতঙ্কের স্মৃতি৷ গুয়াহাটি-বিকানের এক্সপ্রেস দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা, গুরুতর আহতদের ১ লক্ষ টাকা এবং কম আহতদের ২৫ হাজার টাকা ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছে রেল৷ জানা গিয়েছে বিকানের থেকে ট্রেনে উঠেছিলেন ৭০০ জন যাত্রী৷ দুর্ঘটনার সময় রেলের গতিবেগ ছিল ৪০ কিলোমিটার৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *