কী পদক্ষেপ হচ্ছে? ডেঙ্গি ইস্যুতে রাজ্যের হলফনামা তলব আদালতের

কী পদক্ষেপ হচ্ছে? ডেঙ্গি ইস্যুতে রাজ্যের হলফনামা তলব আদালতের

কলকাতা: বঙ্গের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে উদ্বেগ বহাল। পরিস্থিতি এমন হয় যে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। এখন সেই মামলার প্রেক্ষিতেই রাজ্য সরকারের কাছে হলফনামা চাইল আদালত। রাজ্যে ডেঙ্গি নিয়ন্ত্রণে সরকার কী পদক্ষেপ করেছে? সে বিষয়ে নবান্নকে আগামী তিন সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে বলেছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুন- শীতের পথে ‘ভিলেন’ নিম্নচাপ, কলকাতায় জাঁকিয়ে শীত কবে? কী বলছে হাওয়া অফিস

বিজেপি সহ বিরোধী দলগুলি আগে থেকেই এই নিয়ে নিশানা করছে রাজ্য সরকারকে। তারা দাবি করেছে, সরকার ডেঙ্গি রুখতে তো ব্যর্থ হয়েছেই, তথ্যও গোপন করছে। এদিকে জনস্বার্থ মামলা দায়েরকারী আদালতে দাবি করেছিলেন কলকাতা পুরসভা সহ অন্যান্য পুরসভা তো বটেই, পঞ্চায়েতগুলিও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না। তাই গোটা পরিস্থিতি বাগে আনতে মেডিক্যাল কমিশন ও মনিটারিং সেল গঠন করা উচিত। একই সঙ্গে ডেঙ্গিতে মৃতদের পরিবারকে যাতে আর্থিক সাহায্য দেওয়া হয় সেই দিকেও নজর দেওয়ার আর্জি জানান হয়েছিল তাঁর তরফে। শুধু এখানেই থেমে থাকেননি তিনি। মামলাকারীর আরও অভিযোগ ছিল, রাজ্যের হাসপাতালগুলিতে প্লেটলেটের অভাব রয়েছে। তাই এ বিষয়ে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ প্রয়োজন।

তবে সম্প্রতি বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, শিলিগুড়ি, হুগলিতে সবথেকে বেশি বাড়বাড়ন্ত হয়েছে ডেঙ্গির। এছাড়াও তিনি জানান, এখন ডেঙ্গি নিয়ন্ত্রণে এসে গিয়েছে। ঠান্ডা পড়ার পর আরও কমে যাবে সংক্রমণ। তবে মুখ্যমন্ত্রীর এই তথ্য নিয়ে একেবারেই নিশ্চিত হতে পারছেন না বিরোধীদের সকলে। তাদের দাবি, রাজ্য সরকার ডেঙ্গি নিয়ে তথ্য লুকাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + 5 =