কলকাতা: শীতের পথে ‘কাঁটা’ নিম্নচাপ৷ ঠাণ্ডার দোরগোড়ায় পৌঁছে ক্রমেই উর্ধ্বমুখী তাপমাত্রার পারদ৷ সোমবারের পর মঙ্গলবারও সর্বনিম্ন তাপমাত্রা আটকে ২০-র ঘরে। আজ, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২০.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি। সোমবারও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.১ ডিগ্রি সেলসিয়াস। তবে মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে বলে হাওয়া অফিসের পূর্বাভাস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯.৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। যা স্বাভাবিক।
আরও পড়ুন- বঙ্গের কোভিড পরিস্থিতি কেমন? সপ্তাহের প্রথম দিনের আপডেট জেনে নিন
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বঙ্গোপসাগরের উপর একটি সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে। এর প্রভাব পড়ছে রাজ্যের তাপমাত্রার উপরে। এই নিম্নচাপের জেরেই গত কয়েক দিন ধরে কলকাতা ও সংলগ্ন এলাকায় তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। তবে আবহাওয়াবিদদের আশ্বাস, নিম্নচাপের প্রভাব কাটিয়ে চলতি সপ্তাহেই ফের কমতে শুরু করবে তাপমাত্রার পারদ৷ আগামী কয়েক দিনে সর্বনিম্ন তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে মনে করা হচ্ছে৷ নিম্নচাপের প্রভাব পুরোপুরি কমলেই জাঁকিয়ে পড়বে শীত৷
তবে জেলায় জেলায় তাপমাত্রার রদবদল ঘটছে৷ বর্ধমান, আসানসোল, বহরমপুরে বেশ ভালোই ঠাণ্ডা অনুভূত হচ্ছে৷ কোথাও কোথাও আবার সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াসে। মঙ্গলবার দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৮ ডিগ্রি সেলসিয়াস। তা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি।
নিম্নচাপ কলকাতায় শীত আসার পথে বাধা হয়ে দাঁড়ালেও এর প্রভাবে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই৷ তেমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর৷ আবহাওয়া মূলত শুষ্কই থাকবে।
কলকাতায় শীতের ইনিংস শুরু না হলেও শহরজুড়ে শীতের আমেজ৷ সকালের দিকে কোথাও কোথাও কুয়াশায় ঢাকা পড়ছে। বাতাসেও শীত শীত ভাব৷ তবে বেলা বাড়লেই চড়া রোদে উধাও শীতের আমেজ৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>