পুজোর আগে স্বস্তিতে শুভেন্দু! ত্রিপল-চুরি মামলার তদন্তে স্থগিতাদেশ দিল হাইকোর্ট

পুজোর আগে স্বস্তিতে শুভেন্দু! ত্রিপল-চুরি মামলার তদন্তে স্থগিতাদেশ দিল হাইকোর্ট

 

কলকাতা:  পুজোর আগে স্বস্তিতে শুভেন্দু অধিকারী৷ ত্রিপল চুরি মামলায় সব ধরনের তদন্তে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। পুজোর ছুটি থেকে ছয় সপ্তাহ পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে বলে সোমবার জানিয়েছেন উচ্চ আদালত৷ পাশাপাশি এই মামালায় রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে৷ ছয় সপ্তাহ পর ফের এই মামলার শুনানি হবে বিচারপতি কৌশিক চন্দের এজলাসে৷ 

আরও পড়ুন- কে জানে কখন নদী আস্ত বাড়িটাকেই গিলে খাবে! আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে গ্রামবাসীদের

প্রসঙ্গত, কাঁথি পুরসভার গোডাউন থেকে লক্ষাধিক টাকার ত্রিপল চুরির অভিযোগ ওঠে৷ এই অভিযোগে নাম জড়ায় শুভেন্দু অধিকারী ও তাঁর ভাই সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে৷ অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে কাঁথি পুরসভার পুরনো বিল্ডিং ডরমেটরি মাঠ সংলগ্ন পুর-গোডাউন থেকে ত্রিপল বার করে আনা হয়৷ এর পিছনে শুভেন্দু অধিকারীর লোকজনের হাত রয়েছে বলে অভিযোগ। কাঁথি পুরসভার  পুর প্রশাসক সিদ্ধার্থ মাইতির অভিযোগ, প্রভাব খাটিয়ে এই কাজ করেছেন শুভেন্দু অধিকারী৷ এই মামলা গড়ায় হাইকোর্টে৷ 
 

শুভেন্দু অধিকারীর আইনজীবীর বক্তব্য, কাঁথি পুরসভার সদস্য রত্নদীপ মান্না যে অভিযোগ এনেছেন, তা রাজনৈতিক ভাবে উদ্দেশ্যপ্রণোদিত। এফআইআর-এ চুরির কোনও অভিযোগ নেই। বলে হয়েছে চুরি করতে পারে৷ শুভেন্দু অধিকারীর সঙ্গে কাঁথি পুরসভার আর কোনও সম্পর্কও নেই। এমনকী সৌমেন্দু অধিকারী তৃণমূল ছাড়ার পর তাঁকেও পুরসভার চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্যই এই অভিযোগ৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × three =