বিচারক নিয়োগে অনীহা কেন? রাজ্যের ভূমিকায় প্রশ্ন হাইকোর্টের

বিচারক নিয়োগে অনীহা কেন? রাজ্যের ভূমিকায় প্রশ্ন হাইকোর্টের

কলকাতা: বিচারপতিদের নিয়োগ নিয়ে কেন্দ্রের ভূমিকার সমালোচনা করতে দেখা যায় রাজ্যকে। বারবার এই ইস্যুতে প্রশ্ন তোলে তারা। কিন্তু নিজের রাজ্যে বিচারপতি নিয়োগের ক্ষেত্রে রাজ্যের উৎসাহ দেখা যায় না! এই অনীহা কেন? এবার প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ। তবে শুধু প্রশ্ন তুলেই ক্ষান্ত থাকেনি তারা, রাজ্যের থেকে তার উত্তরও চাওয়া হয়েছে। আর এই বিষয়ে জানাতে কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে সময় পর্যন্ত বেঁধে দিয়েছে বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ। 

আরও পড়ুন- শব্দ দূষণ নিয়ে কী পদক্ষেপ? রাজ্যের কাছে উত্তর চাইল হাইকোর্ট

 বিষয় হল, স্টেট অ্যাডমিনি্ট্রেটিভ ট্রাই্যুনাল বা স্যাটের চেয়ারম্যান অবসর গ্রহণ করার পর থেকে আজও এই চেয়ারম্যান পদে নিয়োগ হয়নি। যে কারণে গুরুত্বপূর্ণ মামলা শুনানি করা সম্ভব হচ্ছে না বলে অভিযোগ। আসলে রাজ্য সরকারি কর্মচারীদের কর্মক্ষেত্রে সুবিধা-অসুবিধে সংক্রান্ত যাবতীয় মামলার সুরাহা পাওয়া যায় স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে। কিন্তু এখানে কোনও ডিভিশন বেঞ্চ নেই। তাই সরকারি কর্মচারীদের নিয়োগ সংক্রান্ত যাবতীয় মামলার শুনানিতে বাধা আসছে। যে কারণে মামলাকারী জাহাঙ্গীর আলী সহ বেশ কয়েকজন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। জানা গিয়েছে, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়কে এই মামলায় তলব করা হয়েছিল। রাজ্য সরকারের ভূমিকা জানতে চেয়েছিল ডিভিশন বেঞ্চ। কিন্তু এখনও পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে কোনও সদত্তুর পাওয়া যায়নি।