ভোট পরবর্তী হিংসায় ৩০৩ জন বাস্তুচ্যুত! রাজ্যের রিপোর্টের পরই কমিটি গঠন কোর্টের

ভোট পরবর্তী হিংসায় ৩০৩ জন বাস্তুচ্যুত! রাজ্যের রিপোর্টের পরই কমিটি গঠন কোর্টের

81f183dd4c5a1235dd697187852e455f

কলকাতা: ২০২১ বাংলা বিধানসভা নির্বাচনের পর রাজ্যে হিংসার ঘটনা বেড়েছিল। বিজেপি সহ প্রায় সকল বিরোধীরাই এই নিয়ে সরব হয়েছিল। রাজ্যের তরফ থেকে দাবি করা হয়েছিল যে বিরোধীরা বিষয়টিকে ‘অতিরঞ্জিত’ করছে। কিন্তু সরকারের বক্তব্যকে সেইভাবে পাত্তা না দিয়েই আদালতের দারস্থ হয়েছিল বিরোধীরা। আজ এই ভোট পরবর্তী হিংসার মামলার শুনানিতে রাজ্য সরকার আদালতে জানায় যে, ৩০৩ জন ঘরছাড়া হয়েছিল সেই সময়, যার মধ্যে ৭০ জন ইতিমধ্যেই বাড়ি ফিরেছে। এই কথা শোনার পরেই আদালত নয়া একটি কমিটি গঠন করার নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন- এজেন্সি যেন বাংলায় বিনিয়োগকারীদের বিরক্ত না করে, দয়া করে দেখবেন, রাজ্যপালকে আর্জি মমতার

এদিন আদালত জানিয়েছে, এই ইস্যুতে নতুন তিন সদস্যের কমিটি গঠন করা হবে যেখানে জাতীয় মানবাধিকার কমিশন, রাজ্য মানবাধিকার কমিশন এবং স্টেট লিগ্যাল সার্ভিস অথরিটি সেক্রেটারির একজন করে সদস্য এই কমিটিতে থাকবেন। এমনটাই জানিয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। যে সমস্ত অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ খতিয়ে দেখে ঘরছাড়াদের ঘরে ফেরানোর ব্যবস্থা করবে এই কমিটি এবং প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করবে। এমনই নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। উল্লেখ্য, এর আগে কলকাতা হাইকোর্ট রাজ্য পুলিশের ডিজি, আইজিকে এই ঘটনায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিল কিন্তু তা মানা হয়নি বলেও অভিযোগ। তাই আদালত আজ এই কমিটি গঠনের নির্দেশ দিয়েছে।

তাহলে এতদিন ঘরছাড়ারা কোথায় আছেন? এই প্রশ্নের উত্তর গতকাল আদালতে দিয়েছিলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। জানিয়েছিলেন, বাড়ি ছাড়া হওয়া ১৬ জনের সঙ্গে যোগাযোগ করা যায়নি, ১৮ জন পলাতক, ৪৩ জন অন্যত্র বসবাস করছেন এবং ১৫৫ জন পেশাগত কারণে অন্য জায়গায় চলে গিয়েছেন। এদিকে, গতকালই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর তরফে ৫৮টি নতুন মামলা দায়ের করা হয়েছে ভোট পরবর্তী হিংসা ইস্যুতে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *