কলকাতা: রাজ্য মেডিক্যাল কাউন্সিল নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ উঠেছিল। সেই নির্বাচনের যাবতীয় নথি সংরক্ষণ করার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। এদিকে এতদিন কলকাতা হাইকোর্টের পুজো অবকাশকালীন সিঙ্গল বেঞ্চে এই মামলার শুনানি হচ্ছিল। এখন নির্দেশ, মামলার পরবর্তী শুনানি হবে নিয়মিত বেঞ্চে।
আরও পড়ুন- খোঁদ নেই সাংসদের! কুলটি জুড়ে ‘নিখোঁজ’ পোস্টার ‘বিহারিবাবু’র নামে
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের নির্বাচনের কারচুপির অভিযোগে মামলায় এছাড়াও এক গুচ্ছ নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই নির্বাচনের যাবতীয় নথি সংরক্ষণ করা ছাড়াও জানান হয়েছে, এই মামলার রায়ের ওপরে নির্বাচনের ফলের ভবিষ্যত নির্ভর করবে। মেডিক্যাল কাউন্সিলের নির্বাচনে জাল ব্যালটে ভোট সহ এক গুচ্ছ অভিযোগে মামলা হয়। এই নির্বাচন বাতিলের দাবি ওঠে। এদিন সেই মামলাতেই নির্দেশ আদালতের।
যদিও মেডিক্যাল কাউন্সিল নির্বাচনের ফল প্রকাশ করার ক্ষেত্রে কোনও বাধা নেই। এই বিষয়ে কোনও হস্তক্ষেপ করেনি আদালত। তবে নির্বাচনের কোনও নথি নষ্ট করা যাবে না। এই নির্বাচনকে কেন্দ্র করে যে উত্তাল পরিবেশ সৃষ্টি হয়েছিল তার অভিযোগও ছিল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই। এখন দেখা যাক, আদালত কী রায় দেয়।