ঘুষ চেয়েছিলেন! পুলিশকর্মীকে সাসপেন্ড করতে ডিজিকে নির্দেশ হাইকোর্টের

ঘুষ চেয়েছিলেন! পুলিশকর্মীকে সাসপেন্ড করতে ডিজিকে নির্দেশ হাইকোর্টের

কলকাতা: এক লক্ষ টাকা ঘুষ না দিলে মিথ্যে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন! এমনই অভিযোগ ছিল খোদ এক পুলিশ অফিসারের বিরুদ্ধে। সেই ইস্যুতেই রাজ্য পুলিশের ডিজিকে কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। স্পষ্টভাবে জানান হয়েছে, ঘুষ চাওয়া পুলিশকর্মীকে সাসপেন্ড করতে হবে। কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি অনন্যা বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের রাজ্য পুলিশের ডিজিকে নির্দেশ, ওই পুলিশকর্মীকে অবিলম্বে বরখাস্ত করে তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে বিভাগীয় তদন্ত করতে হবে।

আরও পড়ুন- মমতার বুলডোজার মন্তব্য নিয়ে খোঁচা সুকান্তের, পুলিশকেও আক্রমণ

এই ঘটনায় অভিযুক্ত যিনি তিনি হলেন নদিয়ার চাপড়া থানার সাব ইন্সপেক্টর চন্দন সাহা। তাঁর বিরুদ্ধে ঘুষ চেয়ে হুমকি দেওয়ার অভিযোগ করেন স্থানীয় এক বাসিন্দা। তার দাবি ছিল, ওই পুলিশ অফিসার তাঁর কাছ থেকে এক লক্ষ টাকা ঘুষ চেয়েছেন। সেই টাকা দিতে অস্বীকার করলে তাঁকে মিথ্যে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকিও দিয়েছেন। এই দাবি করার পর অভিযোগকারী তাদের দুজনের ফোনের কথোপকথন সংক্রান্ত একটি রেকডিং জমা দেন আদালতে। সেই ফোন রেকর্ডিংয়ের প্রাথমিক সত্যতা যাচাই করে দেখতে সিআইডিকে নির্দেশ দেয় হাইকোর্ট। ফোন রেকর্ডিংয়ের সত্যতা প্রমাণ হওয়ার পরেই ওই সাব ইন্সপেক্টরকে বরখাস্ত করে তার বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে বিভাগীয় তদন্ত করতে ডিজিকে নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × three =