মমতার বুলডোজার মন্তব্য নিয়ে খোঁচা সুকান্তের, পুলিশকেও আক্রমণ

মমতার বুলডোজার মন্তব্য নিয়ে খোঁচা সুকান্তের, পুলিশকেও আক্রমণ

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্যদের সম্পত্তি অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ার অভিযোগে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। এই ইস্যুতে গতকাল বড় মন্তব্য করেছেন মমতা। মুখ্যসচিবকে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি এবং জানিয়েছেন জমি জবরদখলের প্রমাণ পেলে বুলডোজার দিয়ে তা যেন গুঁড়িয়ে দেওয়া হয়। মমতা এও বলেছেন, যে এই পদক্ষেপের জন্য তাঁর অনুমতি লাগবে না। এখন এই ইস্যুতে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার চরম কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রীকে।

আরও পড়ুন- কেমন হবে? ‘ব্যাপক হবে পঞ্চায়েত ভোট!’, বিধাননগর বিশেষ আদালতে আসার পথে মন্তব্য কেষ্টর

বিজেপি রাজ্য সভাপতির বক্তব্য, মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত করার সাহস নেই পুলিশের। যদি ক্ষমতা থাকে তাহলে পুলিশ তদন্ত করে দেখাক। এই কথা বলেই তিনি আরও একবার রাজ্যে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। সুকান্তের কথায়, বাংলায় লুকিয়ে থাকা জঙ্গিদের খুঁজে পায় না পুলিশ। তারা নাকি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত করবে। বিজেপি নেতার খোঁচা, পুলিশের সেই সাহসটুকু নেই। একই সঙ্গে তিনি এও বলেন, ইস্যুটি ইতিমধ্যেই আদালতে গিয়েছে। সেখানেই সব প্রমাণ হবে। বিষয়টি এখন বিচারাধীন।

বুধবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তাঁরা সবাই আলাদা আলাদা পরিবার। সবাই বিয়ে করে আলাদা হয়ে গিয়েছে। পরিবারের কে কোথায় আছেন তা তিনি জানেন না। এমন কোনও তথ্য যদি পাওয়া যায় জবরদখলের তাহলে বুলডোজার দিয়ে উড়িয়ে দিন, এমনই মন্তব্য করেন তিনি। মমতা এও স্পষ্ট করে দিয়েছেন, তিনি যে এলাকায় থাকেন সেটা রানী রাসমণির জায়গা। তাঁরা ঠিকা প্রজা। নিজেদের কোনও জমি নেই। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × two =