কলকাতা: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভাপতিত্বের কাঁথি রিক্রিয়েশন ক্লাবের দুর্গা পুজোর অনুমতি দিল বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের নির্দেশে স্পেশাল অফিসার বুধবার সরেজমিনে তদন্ত করে রিপোর্ট জমা দেন। কাঁথি চৌরঙ্গী রিকরিয়েশন ক্লাবের দুর্গাপুজোর অনুমনি না মেলায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল পুজো কমিটি।
আরও পড়ুন- ভাগ্যের খেলা, মুখ্যমন্ত্রী হব তো ভবানীপুর থেকেই: মমতা
প্রশাসনের তরফে মেলেনি দুর্গা পুজোয় অনুমতি৷ এই অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল পূর্ব মেদিনীপুরের কাঁথি শহরের চৌরঙ্গী রিক্রিয়েশন ক্লাব৷ কাঁথির এই ক্লাবের সভাপতি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ অভিযোগ ছিল, শুধুমাত্র এই কারণেই নাকি পুজো করার অনুমতি দেওয়া হয়নি৷ বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর সভাপতিত্বের কাঁথি রিক্রিয়েশন ক্লাবের পুজোর অনুমতি দেওয়া যাবে কিনা, তা খতিয়ে দেখতে গতকাল স্পেশাল অফিসার নিয়োগ করেছিল কলকাতা হাইকোর্ট। ওই অফিসার ঘটনাস্থল ঘুরে দেখে আজ রিপোর্ট দেন হাইকোর্টে৷ বুধবার বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি কেশনং ডোমা ভুটিয়ার ডিভিশন বেঞ্চ এই মামলায় স্পেশাল অফিসার নিয়োগ করে। উল্লেখ্য, এ বছর আচমকাই সেচ দফতরের মাঠে হওয়া এই পুজোর অনুমতি বাতিল করেছিল রাজ্যের সেচ দফতর। যা নিয়ে শুরু হয়েছিল বিতর্ক।
আরও পড়ুন- ‘তোমারে বধিবে যে, গোকুলে বাড়িছে সে’, বিজেপি’কে হুঁশিয়ারি মমতার
ওই ক্লাবের সম্পাদক তুষারকান্তি দাসের দাবি ছিল, গত ১৬ অগাস্ট সম্পূর্ণ নিয়ম মেনেই পুজো কমিটির তরফে সেচ দফতরের কাছে অনুমতি চেয়ে চিঠি পাঠানো হয়েছিল৷ সেই আবেদনের ভিত্তিতে ১৯ অগাস্ট পুজোর অনুমতিও দিয়ে দেওয়া হয়৷ কিন্তু সেদিনই ফের সেচ দফতরের এক আধিকারিক অনুমোদন পত্রটি ফেরত চান৷ তিনি বলেন, এই চিঠিতে কিছু বিষয় যোগ করতে হবে। সবশেষে জানানো হয়, শুভেন্দু অধিকারীকে ক্লাবের সভাপতি পদ থেকে না সরালে পুজোর অনুমতি দেওয়া যাবে না৷ এদিন হাইকোর্টের নিযুক্ত স্পেশাল অফিসার ওই জমি পরিদর্শন করে স্পষ্ট জানিয়ে দেন, সেখানে এমন কোনও সম্পত্তি তাই পুজো হতেও বাধা নেই। সব শুনে রায় দেয় কলকাতা হাইকোর্ট।