কলকাতা: ‘প্যাক’ ইস্যুতে ফের রাজ্যের কাছে প্রশ্ন কলকাতা হাইকোর্টের। ‘প্যাক’ কমিটির চেয়ারম্যান কি বিরোধী দল থেকে হন? রাজ্যের কাছে জানতে চাইলেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল। এই প্রেক্ষিতে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে ফের হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এই মামলার পরবর্তী শুনানি আগামী ৬ সেপ্টেম্বর।
আরও পড়ুন- ‘মার্কিন ইতিহাসে সবচেয়ে বিব্রতকর পরিস্থিত’, আফগানিস্তানে বাইডেনের পদক্ষেপে কটাক্ষ ট্রাম্পের
আজ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে হয় এই মামলার শুনানি। জনস্বার্থ মামলাকারী কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী বিএস বৈদ্যনাথন। ২ মে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়। সরকারি ভাবে বিজেপি থেকে ইস্তফা না দিয়েই মুকুল রায়কে ‘প্যাক’ চেয়ারম্যান করা হয়। ৯ জুলাই মুকুল রায় ‘প্যাক’ চেয়ারম্যান নির্বাচিত হন। বিজেপির টিকিটে জয়ী হওয়ার পর ১১ জুন তৃণমূলে যোগ দেন। নিজে কোন দলে রয়েছে তা না জানিয়েই ২৪ জুন মনোনয়ন জমা দেন তিনি। বিজেপির দাবি, গত ৫৪ বছর ধরে বিরোধী দলের নেতাকে চেয়ারম্যান করার রেওয়াজ রয়েছে। অথচ তা না করে বিজেপির ৬ সদস্যকে ওই কমিটিতে রাখা হয়েছে।
মঙ্গলবার কলকাতা হাইকোর্ট মুকুল রায় ও বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছে। বিজেপি পক্ষের আইনজীবী বৈদ্যনাথন জানিয়েছেন, মণিপুর বিধানসভা মামলায় এই ধরনের আবেদনের সিদ্ধান্ত নেওয়ার জন্য সুপ্রিম কোর্ট ৩ মাসের সময়সীমা নির্ধারণ করেছে। বাংলায় এই ভাবে মামলার শুনানি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা যাবে না। উল্লেখ্য, শারীরিক অবস্থা ভালো নয়, এই যুক্তি দিয়ে মুকুল রায় বিধানসভায় বিধায়ক পদ খারিজ মামলার শুনানি এড়িয়েছেন। স্পিকারের কাছে সময় চেয়েছেন আরও একমাস।