কলকাতা: কাঁথিতে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা করার অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আদালতে শুভেন্দু যে অভিযোগ করেছিলেন তা মান্যতা পায়নি। এদিকে অভিষেক গড় ডায়মন্ড হারবার শুভেন্দুর সভা নিয়েও জল্পনা ছিল। সেই অনুমতিও দিল কলকাতা হাইকোর্ট। তবে সেখানেও রয়েছে কিছু শর্ত।
আরও পড়ুন- যেটা দল দেবে তা নেওয়ার অধিকারও আছে! স্পষ্টবার্তা দিলেন দেবাংশু
ডায়মন্ড হারবারের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সভার অনুমোদন দিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ, সভার নিরাপত্তা দেবে স্থানীয় প্রশাসন। প্রশাসনিক নিয়ম মেনে শান্তিপূর্ণ সভা করতে হবে এমনই জানিয়েছে আদালত। লাইট হাউজ ময়দানে বিজেপির সভা নিয়ে প্রশ্ন ছিল। কারণ অভিযোগ তোলা হয়েছিল যে, ডায়মন্ড হারবার পুলিশ এর অনুমোদন দিচ্ছে না অথচ পোর্ট ট্রাস্ট অনুমোদন দিয়েছে। তারপরই হাইকোর্টের দ্বারস্থ হয় গেরুয়া শিবির। অবশেষে সেই সভার অনুমতি মিলল। গতকাল শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সভা করার অনুমতি দিয়েছেন বিচারপতি রাজা শেখর মান্থা।
সেই সভার ক্ষেত্রে নির্দেশ, শান্তিপূর্ণ পরিবেশে সভা করতে হবে। আর পুলিশ সুপার এবং অফিসার ইনচার্জ নিশ্চিত করবেন যাতে কোনও সমস্যা না হয়। এই বিষয়ে আগামী সোমবার রিপোর্ট জমা দেবে রাজ্য। হাইকোর্টের বক্তব্য, যে কোনও রাজনৈতিক দলের সভা, সমাবেশ করার অধিকার রয়েছে। সেখানে আদালত হস্তক্ষেপ করবে না।