যেটা দল দেবে তা নেওয়ার অধিকারও আছে! স্পষ্টবার্তা দিলেন দেবাংশু

যেটা দল দেবে তা নেওয়ার অধিকারও আছে! স্পষ্টবার্তা দিলেন দেবাংশু

3977786cbaff2d86c72315a61a1fe141

কলকাতা: তৃণমূল কংগ্রেসের দু’বারের সাধারণ সম্পাদক দেবাংশুকে এবার তৃণমূল যুব কমিটিতে রাখা হয়নি। বুধবার এই খবর বেরিয়ে আসতেই শোরগোল শুরু হয়ে যায়। দেবাংশু নিজে ফেসবুকে ‘লেফট জব’ পোস্ট দিতেই আরও আলোচনা বাড়তে থাকে। তিনি কি দল ছাড়ছেন? এই রকম প্রশ্নও উঠে যায়। কিন্তু আসল ব্যাপারটি কী তা খোলসা করলেন খোদ দেবাংশু ভট্টাচার্য। বৃহস্পতিবার নিজে ফেসবুক লাইভে এসে গোটা বিষয় নিয়ে কথা বললেন তিনি। দেবাংশুর কথায়, দল যা দিয়েছে তা নিয়ে নেওয়ার অধিকারও তার আছে।

আরও পড়ুন- ডিসেম্বরের গোড়ায় তাপমাত্রা বাড়ল ৫ ডিগ্রি, ফের কবে নামবে পারদ?

এদিন দেবাংশু ভিডিও বার্তা দিয়ে জানান, ৪ মার্চ ২০২১ এবং ৩০ নভেম্বর ২০২২ দুটি দিন তাঁর কাছে একই। সেদিন বিধানসভা ভোটের আগে টিকিট না পাওয়া নিয়ে তাঁকে নিয়ে সবথেকে বেশি চর্চা হয়েছিল এবং শেষ দিনও একই রকম ঘটনা ঘটেছে। কিন্তু তিনি দলের সৈনিক, দল তাঁকে যে দায়িত্ব দেবে তিনি তা পালন করবেন। তৃণমূল নেতার কথায়, তাঁকে এই পদ থেকে সরানো মানে হয়তো দল তাঁকে অন্য কোনও দায়িত্ব দিতে চাইছে, অন্য কোথাও ব্যবহার করতে চাইছে। দল যা দিয়েছে তা ফিরিয়ে নেওয়ার অধিকারও দলেরই। তাই এই বিষয়ে জল্পনার কোনও মানে নেই।

দেবাংশু আরও বলেন, তিনি  শুভেন্দু বা বৈশালী নন। অন্য কোনও নেতাও নন যে নিজের স্বার্থে দল ছেড়ে যাবেন। ভালো সময় যেমন দলের পাশে থাকবেন, তিনি খারাপ সময়ও থাকবেন কারণ দলের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রেক্ষিতেই তিনি আরও একবার মনে করিয়ে দেন, তিনি তৃণমূল কংগ্রেসেই ছিলেন, এখনও আছেন আর জ্ঞানত থাকবেন। পাশাপাশি আরও বড় বার্তা দিয়ে বলেন, যেমন খেলা হচ্ছিল হবে, ২০২৪ সালে আরও বড় খেলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *