Aajbikel

চাকরিপ্রার্থীদের শান্তিপূর্ণ অবস্থানে বসার অনুমতি হাইকোর্টের, আছে শর্ত

 | 
হাইকোর্ট টেট

কলকাতা: ২০১২-২০১৪ টেট চাকরিপ্রার্থীদের মামলা বড় রায় দিল কলকাতা হাইকোর্ট। তাদের গান্ধী মূর্তির পাদদেশে ৪০ দিন শান্তিপূর্ণ অবস্থানে বসার অনুমতি দেওয়া হয়েছে। বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ, মামলাকারীরা অর্ডার নিয়ে যাবে লালবাজারে, সেখানে চাকরিপ্রার্থীরা উচ্চ পদস্থ পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকের পর ঠিক করবে দিন। টেটে পাশ করেও চাকরি না পাওয়া বঞ্চিত চাকরিপ্রার্থীদের গান্ধী মূর্তির পাদদেশে অবস্থানে বসার অনুমতি দিচ্ছে না পুলিশ, শান্তি পূর্ণ অবস্থানে বসার অনুমতি দিক আদালত। এই মর্মেই মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে।

আরও পড়ুন- এ রাজ্য প্রথম লায়ন সাফারি, সিংহের টানে উত্তরবঙ্গে বাড়বে পর্যটকদের টান

যদিও শহরের বিভিন্ন জায়গায় চাকরিপ্রার্থীদের ধর্নার বিরোধিতা করে আগেই এক মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। চাকরিপ্রার্থীদের এই আন্দোলন নিয়ে আদালতে দায়ের হয় জনস্বার্থ মামলা। অভিযোগ তোলা হয় যে, কলকাতাকে আন্দোলনের ক্ষেত্র বানিয়ে ফেলা হয়েছে। যা হতে দেওয়া যেতে পারে না। শহরের বিভিন্ন প্রান্তে বারবার চাকরিপ্রার্থীরা আন্দোলন করছেন। তারা যদি মেধাবী হন, যোগ্য প্রার্থী হন, তাহলে কেন আদালতে আসছেন না? তোলা হয় এই প্রশ্ন এবং এই নিয়েই কলকাতা হাইকোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা।

আইনজীবী রামপ্রসাদ সরকারের বক্তব্য ছিল, মেয়ো রোড, কালীঘাট, বিকাশ ভবন, হরিশ চ্যাটার্জি স্ট্রিটে বারবার চাকরিপ্রার্থীরা আন্দোলন করছেন।  এই ধর্না এইভাবে চলতে দেওয়া যায় না। এ বিষয়ে প্রধান বিচারপতির হস্তক্ষেপ দাবি করেছেন তিনি। আইনজীবীর কথায়, তারা যদি সকলে যোগ্য হয় তাহলে আদালতে এসে নিজেদের নথি দেখিয়ে প্রমাণ করুক। এইভাবে জায়গায় জায়গায় অবস্থান করে, বিক্ষোভ দেখিয়ে কখনই চাকরি পাওয়া যায় না।

Around The Web

Trending News

You May like