জলপাইগুড়ি: পাহাড়ের প্রতি আমাদের টান বরাবরের৷ তবে এবার আর শুধু পাহাড়ের টানে নয়, শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কের টানেও উত্তরবঙ্গে নামবে পর্যটকদের ঢল৷ রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানান, লায়ন সাফারির জন্য একটি মাস্টারপ্ল্যান তৈরি করা হয়েছে৷ চলতে মাসের শেষে কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে এ ব্যাপারে সবুড সংকেত চাওয়া হবে৷
আরও পড়ুন – ফের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত,ভঙ্গ হবে শীতের আমেজ? যা জানাচ্ছে হাওয়া অফিস
রাজ্য চিড়িয়াখানা কর্তৃপক্ষের এক বর্ষীয়ান আধিকারিক জানিয়েছেন, লায়ন সাফারির জন্য ২০ হেক্টর জমি চিহ্নিত করা হয়েছে৷ প্রথম পর্যায়ে দুটি সিংহ ও সিংহী আনা হবে। পর্যটকদের জন্য ২০ আসনের একটি বিশেষ মিনিবাস থাকবে। সূত্রের খবর, প্রাণী বিনিময় কর্মসূচিতে অন্যান্য চিড়িয়াখানা থেকে সিংহ আনা হবে। এ জন্য উত্তরবঙ্গ বন্যপ্রাণী পার্ক থেকেও পশুদের ছেড়ে দেওয়া হবে৷ বিশেষত যে সব পশুগুলি এই পার্কে সংখ্যায় বেশি আছে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>