তদন্ত করতে কেন্দ্রের অনুমতি প্রয়োজন ! কল্যাণী এইমস মামলায় CID-কে সতর্ক করল হাই কোর্ট

তদন্ত করতে কেন্দ্রের অনুমতি প্রয়োজন ! কল্যাণী এইমস মামলায় CID-কে সতর্ক করল হাই কোর্ট

high-court-ssc-case-hearing-commission-faces-question

কলকাতা: কল্যাণী এইমস নিয়োগ দুর্নীতির মামলায় নয়া মোড়! কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করতে হলে অনুমতি নিতে হবে কেন্দ্রের৷ এইমস-এ নিয়োগ দুর্নীতির তদন্তে নিযুক্ত রাজ্য পুলিশের সিআইডি-কে জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট৷ 

আরও পড়ুন – দলের কঠিন সময়, বদনামের জন্য কিছু নেতাকে দায়ী করলেন সৌগত

সোমবার ছিল এই সংক্রান্ত জনস্বার্থ মামলার শুনানি৷ এদিন কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে শুনানি চলার সময় সিআইডিকে সতর্ক করা হয়৷ আদালত তাদের জানায়, এইমসের কর্মীদের বিরুদ্ধে তদন্ত করতে গেলে কেন্দ্রের অনুমতি প্রয়োজন। কারণ যাঁর বিরুদ্ধে বেআইনি ভাবে চাকরিতে যোগ দেওয়ার অভিযোগ উঠেছে, তিনি এখন কেন্দ্রীয় সরকারি কর্মচারী। কিন্তু কেন কেন্দ্রের অনুমতি প্রয়োজন? এ বিষয়ে রাজ্যের তদন্তকারী সংস্থা সিআইডিকে আদালত স্পষ্ট জানায়, দুর্নীতি দমন আইনের ১৭ (এ), ১৯৮৮ মোতাবেক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনও কর্মী বা আধিকারিকের বিরুদ্ধে তদন্ত, অনুসন্ধান এবং জিজ্ঞাসাবাদ করা যায় না৷ সেই নিয়মেই কল্যানী এইমসের কর্মীদের বিরুদ্ধে তদন্তের ক্ষেত্রেও কেন্দ্রের অনুমতি নিতে হবে সিআইডিকে৷