দলের কঠিন সময়, বদনামের জন্য কিছু নেতাকে দায়ী করলেন সৌগত

দলের কঠিন সময়, বদনামের জন্য কিছু নেতাকে দায়ী করলেন সৌগত

কলকাতা: তৃণমূল কংগ্রেস দলটার অধিকাংশ সৎ কিন্তু কিছু নেতার জন্য বদনাম হচ্ছে। এমন কথাই বললেন সাংসদ সৌগত রায়। তাঁর দাবি, দল এখন একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে আর বদনামের জন্য কয়েক জন নেতা ছাড়া কেউ দায়ী নয়। তৃণমূলের ৯৫ শতাংশ সৎ। সোমবার একটি জনসভায় এমনই বক্তব্য রাখতে শোনা গেল বর্ষীয়ান এই রাজনীতিবিদকে।

আরও পড়ুন- স্কুলের নামের বানানেই ভুল! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা

নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে গরু পাচার মামলা, তৃণমূল কংগ্রেস দল সব নিয়ে ভীষণ অস্বস্তিতে। ইতিমধ্যেই ইডি, সিবিআই গ্রেফতার করেছে পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলের মতো নেতাকে। বিজেপি সহ অন্যান্য বিরোধীরা মুহুর্মুহু আক্রমণ শানাচ্ছে শাসক শিবিরকে। এই আবহে উত্তর ২৪ পরগনার পানিহাটির এক সভা থেকে তৃণমূল সাংসদ সৌগত রায়ের দাবি, দলের ৯৫ শতাংশ কর্মী সৎ এবং নিষ্ঠাবান। তাঁরা সকলে মানুষের জন্য কাজ করেন। কিন্তু কিছু নেতার খারাপ কাজের জন্য দলের বদনাম হচ্ছে। তাঁর বক্তব্য, দল কিন্তু খারাপ কাজ মেনে নেয়নি, পদক্ষেপ নিয়েছে। তবে এখন একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে তাঁদের।

আগে অবশ্য অনুব্রত মণ্ডলের গ্রেফতারি নিয়ে মন্তব্য করে বিরোধীদের নিশানায় এসেছিলেন তিনি। পরে বিজেপি সাংসদ দিলীপ ঘোষের সঙ্গে বাদানুবাদ হয় তাঁর। দমদমের তৃণমূল সাংসদ দাবি করেন, বিধানসভা ভোটের আগে ও পরে তৃণমূলে যোগদান করতে চেয়ে যোগাযোগ করেছিলেন দিলীপ ঘোষ।  কিন্তু তৃণমূল তাতে কোনও উৎসাহ দেখায়নি, তাই সেই যোগদান হয়নি। এর পাল্টা দিয়ে দিলীপের বক্তব্য ছিল, উনি (সৌগত রায়) অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি যে গিয়েছিলেন সেটা সকলে জেনে গিয়েছেন, কিন্তু যে দাবি তিনি করছেন তা প্রমাণ করুন তিনি নিজেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 9 =