দায়িত্ব পালনে ব্যর্থ রাজ্য! বেআইনি নির্মাণ নিয়ে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

দায়িত্ব পালনে ব্যর্থ রাজ্য! বেআইনি নির্মাণ নিয়ে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

কলকাতা: বেআইনি নির্মাণ নিয়ে রাজ্য সরকারকে তীব্র ভর্ৎসনা করলেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। নিজের দায়িত্ব পালনে ব্যর্থ রাজ্য, এমনই বিস্ফোরক মন্তব্য করা হল আদালতের তরফে। প্রধান বিচারপতির নির্দেশের পরেও কেন আটকানো গেল না নির্মাণ? তোলা হল প্রশ্ন।

বিধাননগরের দুটি ওয়ার্ড ৩৫ ও ৩৬ নবপ্ললি, শান্তি নগর ও নভাগা এলাকার দুজন বাসিন্দা একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। তাদের অভিযোগ, যে জায়গায় বেআইনি নির্মান চলছে সেই সব জমি নগর উন্নয়ন দফতরের। সেই জমিতে কোথাও বহুতল, কোথাও বা রাস্তার উপরে বাড়ি উঠে এসেছে। এর ফলে আম্বুলেন্স, ফায়ার টেন্ডার ঢুকতে পারবে না ওই এলাকায়। সেই মামলাতেই বিচারপতি মন্তব্য করেন, রাজ্য জনরোষের সামনে পড়ে নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থ। কোভিড অজুহাত মাত্র। রাজ্য কাজ করতেই ইচ্ছুক নয়। 

আরও পড়ুন- PAC-র ‘ব্যতিক্রমী’ প্রথম বৈঠকেই অনুপস্থিত মুকুল রায়, নেই বিজেপি বিধায়করাও

এর পাশাপাশি, রাজ্য কি পদক্ষেপ নিয়েছে, তা জানতে চায় আদালত। মন্তব্য করা হয়, আদালত পেপার ওয়ার্কে বিশ্বাসী নয়। কাজ করে দেখাতে হবে। রাজ্যের কাজের সমালোচনা করে মন্তব্য করা হয়, ‘এসব দেখে বোঝা যায় আপনারা কিছু করতে আগ্রহী নন’। এদিকে, মামলায় জয়েন্ট কমিশনারের প্রসঙ্গ এলে, বিচারপতি মন্তব্য করেন যে তিনি জানেন না যে কমিশনার আসল না নকল। আগামী ৯ অগাস্ট এই মামলার পরবর্তী শুনানি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + thirteen =