রাতভর ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, মঙ্গলেও বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

রাতভর ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, মঙ্গলেও বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

2527683dd5c604787a00012f8768c6e4

কলকাতা: নিম্নচাপের জেরে রাতভর দফায় দফায় ঝমঝমিয়ে বৃষ্টি পড়ল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মঙ্গলবার সকালেও আকাশ কালো মেঘে ঢাকা৷ বৃষ্টি থামার লক্ষণ নেই। মঙ্গলবারও দিনভর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস৷ 

আরও পড়ুন- পূর্বভারতের প্রথম মদের ‘শপিং মল’ কলকাতায়! উচ্ছ্বসিত সুরাপ্রেমীরা

যদিও গভীর নিম্নচাপ অনেকটাই দুর্বল৷ এটি এখন মধ্যপ্রদেশের ওপর রয়েছে। মধ্যপ্রদেশ ও ছত্রিশগড়ের নিম্নচাপ এলাকা থেকে একটি অক্ষরেখা বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অক্ষরেখা ঝাড়খন্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে যাওয়ায় আজও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সংলগ্ন পূর্বের জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে। 

আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদীয়া এবং পূর্ব মেদিনীপুর জেলায়। ভারী বৃষ্টিপাত হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানে৷ উপকূলবর্তী এলাকায় হাওয়ার গতিবেগ বেশি থাকবে বলে পূর্বাভাস৷ বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

এদিকে, বৃষ্টির জেরে কলকাতায় এক ধাক্কায় উষ্ণতার পারদ অনেকটা নেমে গিয়েছে। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রির সেলসিয়াসের আশপাশে। যা স্বাভাবিকের থেকে অনেকটাই কম।

চলতি বছর সে ভাবে বৃষ্টি পায়নি দক্ষিণবঙ্গ৷ নির্ধারিত সময়ের পরে দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ করেছিল৷ নিম্নচাপের দৌলতে বৃষ্টির দাক্ষিণ্য পেল দক্ষিণবঙ্গ৷ ভারী বর্ষণের ফলে বর্ষায় এ বছর বৃষ্টির যে ঘাটতি ছিল, তা কিছুটা মিটবে বলে আশা করছেন আবহবিদরা।