কলকাতা: আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তারপর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর পুজোতে ‘রঙিন জলে’ ভাসার মানুষের সংখ্যা নেহাত কম নয়। এবার সেই সুরাপ্রেমীদের জন্য বড় খবর। পূর্বভারতের প্রথম মদের ‘শপিং মল’ হতে চলেছে শহর কলকাতায়! হ্যাঁ, শুনতে অবাক লাগলেও, এটাই সত্যি। তবে বিষয় হল, এই বছর পুজোর আগে তা হওয়ার কোনও সম্ভাবনা নেই। হলে তা আগামী পুজোর আগেই হতে চলেছে। তাহলে কোথায় হচ্ছে এই মদের শপিং মল?
আরও পড়ুন : পুজোর আগেই খারাপ খবর, চিন্তিত সুরাপ্রেমীরা
আপাতত দক্ষিণ ভারতের বেঙ্গালুরু শহরে মদের শপিং মল রয়েছে। কিন্তু পূর্ব ভারতে এমন কিছু এখনও পর্যন্ত নেই। তবে সেটাই হতে চলেছে। আর এই মদের শপিং মলের অবস্থান হতে চলেছে তিলোত্তমার প্রাণকেন্দ্রে। তবে ঠিক কোথায় হবে এটি? আপাতত যা খবর তাতে জানা গিয়েছে, কলকাতায় মদের শপিং মলটি হতে পারে এজেসি বোস রোডের ওপরে। যদিও নির্দিষ্টভাবে জায়গা এখনও ঠিক হয়নি তবে শপিং মল খোলার প্রস্তুতি শুরু করেছে একটি বেসরকারি সংস্থা। এও জানা গিয়েছে, মদের শপিং মল করার জন্য ছাড়পত্র দিতে সম্প্রতি আবগারি বিধিতে বেশ কিছু পরিবর্তন নিয়ে আসা হয়েছে। তাই শুধুমাত্র মদ বিক্রির জন্য একটি শপিং মল গড়ার ক্ষেত্রে আর কোনও বাধা নেই।
তাহলে কি মদ বিক্রির নিয়মে পরিবর্তন আসবে? সেটা অবশ্য হচ্ছে না। বর্তমানে মদ বিক্রির ক্ষেত্রে যে সমস্ত বিধিনিষেধ লাগু রয়েছে, তা শপিং মলে বিক্রির ক্ষেত্রেও বজায় থাকবে। তাতে কোনও বদল আনা হবে না। সব ঠিকঠাক থাকলে এই শপিং মলের যে কোনও ফ্লোরেই মিলবে পছন্দ মতো মদ। এক লহমায়, এক নিমেষেই আপনি পেতে পারেন যে কোনও রাম, হুইস্কি, ভদকা ছাড়াও অনেক প্রকার মদ।