শক্তি হারিয়েছে গুলাব, চোখ রাঙাচ্ছে নয়া ঘূর্ণাবর্ত, দক্ষিণবঙ্গ জুড়ে ফের বৃষ্টির পূর্বাভাস

শক্তি হারিয়েছে গুলাব, চোখ রাঙাচ্ছে নয়া ঘূর্ণাবর্ত, দক্ষিণবঙ্গ জুড়ে ফের বৃষ্টির পূর্বাভাস

কলকাতা:  শক্তি হারিয়েছে গুলাব৷ গুলাব পরিণত হয়েছে নিম্নচাপে৷ কিন্তু বাংলার আকাশে উঁকি দিয়েছে দুর্যোগের অন্য মেঘ৷  উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে মায়ানমারের কাছে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল, সেটি ক্রমশ  বাংলার উপকূলের দিকে ধেয়ে আসছে৷ এই ঘূর্ণাবর্ত রাজ্যের উপর দিয়ে ঝাড়খণ্ডের দিকে চলে যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস৷ যার জেরে বেলা বাড়তেই দক্ষিণবঙ্গে শুরু হবে বৃষ্টির দাপট৷ 

আরও পড়ুন- অশান্তি করতে গিয়েছিলেন, কিছুটা সফলও হয়েছেন! দিলীপকে কটাক্ষ সৌগতর

সকাল থেকে উপকূলবর্তী কিছু জায়গায় বৃষ্টি শুরু হয়েছে৷ দুই মেদিনীপুর ও উত্তর ২৪ পরগণায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে৷ সঙ্গে থাকবে দমকা হাওয়ার দাপট৷  হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে পূর্বাভাস রয়েছে৷ পাশাপাশি উত্তর ২৪ পরগণা, কলকাতা, হাওড়া, হুগলি এবং পশ্চিম দিকের দেলা বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ ফলে প্রায় গোটা দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টি হবে৷ কোথাও ভারী, কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে৷ আজ ও আগামীকাল একই রকম পরিস্থিতি থাকবে৷ আগামীকাল তুলনামূলক ভাবে বেশি বৃষ্টি বাড়বে পশ্চিমের জেলা গুলিতে৷

 
আজ কলকাতায় থাকবে মেঘলা আকাশ৷ কয়েক পশলা ভারী বৃষ্টির সম্ভবনাও রয়েছে৷ সকালে তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস৷ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ ৯৬ শতাংশ৷ বৃষ্টির পূর্বাভাস জারি হতেই উপকূলবর্তী জেলাগুলিতে কড়া পদক্ষেপ করেছে প্রশাসন৷  সুন্দরবনের দ্বীপাঞ্চল ও উপকূলবর্তী নীচু এলাকার বাসিন্দাদের অন্যত্র সরানোর কাজ শুরু করা হয়েছে। 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 4 =