অশান্তি করতে গিয়েছিলেন, কিছুটা সফলও হয়েছেন! দিলীপকে কটাক্ষ সৌগতর

অশান্তি করতে গিয়েছিলেন, কিছুটা সফলও হয়েছেন! দিলীপকে কটাক্ষ সৌগতর

161437f4366b19de9a59339c9dadcb51

কলকাতা: ভবানীপুর আজ সকাল থেকেই ব্যাপক উত্তপ্ত ছিল। আজ ছিল সেখানে ভোট প্রচারের শেষ দিন এবং প্রচারে গিয়েছিলেন বিজেপি সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। সেখানে তাঁকে ঘিরে উত্তাপ ছড়ায়। লাথি মারা থেকে শুরু করে ধাক্কা মারা হয়েছে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষকে, এমনই অভিযোগ। আক্রমণের পর ক্ষুন্ধ দিলীপ ভবানীপুর উপ নির্বাচন স্থগিত হোক এমন দাবি করেছেন। যদিও এই ঘটনার জন্য দায়ী পুরোপুরি বিজেপিকেই করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়। একহাত নিয়েছেন দিলীপ ঘোষকে।

আরও পড়ুন- ভবানীপুরে ভোট প্রচারে ধুন্ধুমার, দিলীপ ঘোষকে ধাক্কা, মাথা ফাটল বিজেপি কর্মীর

 

ভবানীপুরের ঘটনা প্রসঙ্গে সৌগত বলেন, দিলীপ ঘোষের দাবি অবাস্তব ও অসম্ভব। আজ মানুষ তাঁর বিরুদ্ধে প্রতিবাদ দেখিয়েছে স্বতঃস্ফূর্তভাবে। আর উনি ওখানে গিয়েছিলেন অশান্তি করতেই, কিছুটা সফলও হয়েছেন, বলে দাবি তাঁর। তিনি এও বলেন, দিলীপ ঘোষ এখন আর রাজ্য সভাপতি নন, তাই তাঁর এই বিষয়ে কথা বলা সাজে না। সৌগতর আরও সংযোজন, দিলীপ ঘোষ যে ভোট স্থগিতের কথা বলছেন তা অর্থহীন। বিজেপি খালি ভোট আটকাতে চায়, মানুষকে বঞ্চিত করতে চায়। এইভাবে ভোটের দুদিন আগে নির্বাচন স্থগিত করা যায় না বলেও দাবি করেন তিনি। 

আরও পড়ুন- ধান ক্ষেতে তরুণীকে ধর্ষণের পর মারধর, শ্রীঘরে অভিযুক্ত

উল্লেখ্য, দিলীপ জানিয়েছেন, যেখানে সাধারণ মানুষের কাছে পৌঁছানো যাচ্ছে না, যেখানে প্রচার করা সম্ভব হচ্ছে না সেখানে কী ভাবে ভোট করা হবে। যারা বিজেপিকে ভোট দিতে চান তাদের ভয় দেখানো হচ্ছে এবং ক্রমাগত বিজেপির ওপরে হামলা করা হচ্ছে। এই পরিস্থিতিতে কোনো ভাবেই ভবানীপুরে ভোট হওয়া সম্ভব নয়। তাই উপ নির্বাচন স্থগিত রাখার দাবি তুলেছেন তিনি। তিনি আরো দাবি করছেন, যেভাবে আজ ভবানীপুরে বিজেপি কর্মীদের ওপর হামলা করা হলেও তাতে বোঝা যাচ্ছে সেখানকার মানুষ প্রচন্ড ভয়ে ভয়ে রয়েছেন। এদিকে পুলিশকে আগে থেকে সতর্ক করা থাকলেও তারা কোন রকম পদক্ষেপ নেয় না বলেও অভিযোগ তুলেছেন দিলীপ। তিনি স্পষ্ট বলছেন, তৃণমূল হেরে যাওয়ার ভয়ে এইসব করছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *