দাবি শুনে বেজায় চটলেন মমতা, ধমকে বসালেন বিধায়ককে

দাবি শুনে বেজায় চটলেন মমতা, ধমকে বসালেন বিধায়ককে

রায়গঞ্জ: উত্তর দিনাজপুরে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে পৃথক ইসলামপুর জেলা গঠনের দাবি উঠতেই বেজায় চটলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন বলতে উঠে সেখানকার বিধায়ক বলেন, ‘‘আপনি বলেছিলেন আমরা সোনার বাংলা করতে পারব না, উন্নত বাংলা করব৷ আমরা আপনার কাছ থেকে উন্নত বাংলা চাইছি৷’ তাঁর বক্তব্য শুনেই ধমক দেন মুখ্যমন্ত্রী৷ ধমকে বলেন, ‘এই ধরনের দাবি কোনও মিটিংয়ে করা উচিত নয়৷ এগুলো হয় না৷ ’

আরও পড়ুন- অবশেষে কোকেন-কাণ্ডে জামিন পেলেন BJP নেত্রী পামেলা

বিধায়ককে ধমক দিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘এই ধরনের নিম্নরুচি সম্পন্ন কথা বলবেন না৷ এইটুকু ছোট জেলার মধ্যে দুটো সাব-ডিভিশন রয়েছে৷  ইতিমধ্যেই ইসলামপুর সাব-ডিভিশন রয়েছে৷ এটাকে পুলিশ ডিসট্রিক্ট করে দেওয়া হয়েছে৷’’  সুর চড়িয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘অফিসার কোথা থেকে পাবেন? একটা জেলা করতে গেলে তার জন্য অনেক কাজ করতে হয়৷ আপনার কী অসুবিধা হচ্ছে? রায়গঞ্জ থেকে ইসলামপুর কত দূর? আপনি সুন্দরবন দেখেছেন, মুর্শিদাবাদ দেখেছেন, কত বড়! জিতে গিয়েছেন এবার ভালো করে কাজ করুন৷ বসে পড়ুন৷ ও সব এখন হবে না৷’’ 

এর পরেই মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, ‘‘এমন চলতে থাকলে আর কোনও বিধায়ককেই বলার সুযোগই দেওয়া হবে না৷ তাঁরা যদি মনে করে থাকে চিপ কথা বলবে তাহলে তাঁদের বলার অনুমতিই দেব না৷ কারণ সবকিছুই করে দেওয়া হচ্ছে৷ এই দাবি গ্রহণ করা হবে না৷’’ তিনি আরও বলেন, ‘‘এবার বলবে আমার ঘরের মধ্যে একটা জেলা করে দিন৷ আলিপুরদুরায় ভৌগলিকভাবে অনেক বড়৷ কিন্তু এই জেলা ভৌগলিক দিক থেকে অনেক ছোট৷ ইতিমধ্যেই পাঁচটি নতুন জেলা করা হয়েছে৷ সব কিছু একসঙ্গে পাওয়া যায় না৷ অপেক্ষা করতে হয়৷’’ বিরক্তর সুরে মুখ্যমন্ত্রী বলেন, ‘প্লিজ বসুন৷ বড্ড বকে৷ জন প্রতিনিধিদের বলার সুযোগ দিলেই সমস্যা৷ যতই দাও, শুধু চাই৷ অথচ কাজের বেলায় নেই৷’’ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − one =