অবশেষে কোকেন-কাণ্ডে জামিন পেলেন BJP নেত্রী পামেলা

অবশেষে কোকেন-কাণ্ডে জামিন পেলেন BJP নেত্রী পামেলা

bb3722bbde45086785ad5431bdbf2a7d

 

কলকাতা: অবশেষে মাদক কাণ্ডে অভিযুক্ত বিজেপি যুবনেত্রী পামেলা গোস্বামী ও সোমনাথ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি একটি গাড়ি থেকে ৯০ গ্রাম কোকেন সহ ধরা পড়েছিলেন পামেলা৷  তাঁকে বয়ানের ভিত্তিতেই পরে গ্রেফতার হন  বিজেপি নেতা রাকেশ সিং৷  ইতিমধ্যে রাকেশ সিংকে জামিন দিয়েছে কলকাতা হাইকোর্ট৷  ২৯২ দিন জেল হেফাজতে থাকার পর পামেলার জামিন মঞ্জুর করল আদালত। মঙ্গলবার বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ পামেলার জামিন মঞ্জুর করে৷ 

আরও পড়ুন- কমিশনের হলফনামা স্পষ্ট নয়! আদালতে ক্ষোভ দেখাল বিজেপি

গত ফেব্রুয়ারি মাসে কোকেন পাচার-কাণ্ডে গ্রেফতার হন রাজ্য বিজেপি-র তৎকালীন যুব সম্পাদক পামেলা গোস্বামী। নিউ আলিপুর এলাকায় তাঁর গাড়ি থেকে প্রায় ৯০ গ্রাম কোকেন উদ্ধার করেছিল পুলিশ। যার আনুমানিক বাজারমূল্য ১০ লক্ষ টাকা। কিন্তু ধরা পরার পরেই তিনি বিজেপি নেতা রাকেশ সিং-এর দিকে আঙুল তোলেন৷ রাকেশ তাঁকে ফাঁসিয়েছেন বলেও অভিযোগ করেন পামেলা৷  পরে মাদক-কাণ্ডে বর্ধমানের গলসি থেকে রাকেশকেও গ্রেফতার করে পুলিশ। কিছুদিন আগে জামিন পেয়েছেন রাকেশ। গত সেপ্টেম্বর মাসে জামিন চেয়ে আদালতে গিয়েছিলেন পামেলাও। কিন্তু সেই সময় জামিনের আবেদন প্রত্যাহারের আর্জি জানান তিনি। 

২০১৯ সালে বিজেপি’তে যোগ দিয়েছিলেন পামেলা। নিউ আলিপুর থানা সূত্রে জানা গিয়েছে, পামেলার বয়স ২৩। তাঁর ফেসবুক পেজ থেকে জানা যা, তিনি শহরের একটি নামী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়াশোনা করেছেন৷ বিজেপি-তে যোগ দেওয়ার আগে বেশ কয়েক জায়গায় কাজেরও অভিজ্ঞতা রয়েছে পামেলার। এয়ার ইন্ডিগো-য় প্রাক্তন বিমানসেবিকা হিসাবেও কাজ করেছিলেন বিজেপি’র প্রাক্তন যুব নেত্রী। একটি বেসরকারি সংস্থার ইন্টেরিওর ডিজাইনার হিসাবে কাজের অভিজ্ঞতাও রয়েছে৷ কোকেন কাণ্ডে ধরা পরার আগে রাজ্য রাজনীতিতে তেমন পরিচিত মুখ ছিলেন না পামেলা৷  কিন্তু ফেসবুকে তিনি বেশ জনপ্রিয়৷ সেখানে তাঁর ফলোসার্সের সংখ্যা ৩১ হাজারেরও বেশি৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *