Aajbikel

৩ হাজার ৯২৯ জনের নিয়োগের মামলায় শুনানি শেষ, রায়দানের অপেক্ষা

 | 
court

কলকাতা: প্রাথমিকে ৩ হাজার ৯২৯ জনের নিয়োগের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই মামলার শুনানি শেষ হয়েছে। রায়দান আগামীকাল অর্থাৎ শুক্রবার। এদিন তা জানিয়ে দিয়েছে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। গত ২৬ সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন ৩ হাজার ৯২৯টি শূন্যপদে নিয়োগের জন্য। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যায়।

আরও পড়ুন- 'বিজেপি কী এমন করল?' প্রশ্ন তুলে সিএএ নিয়ে আক্রমণাত্মক মুখ্যমন্ত্রী

সাম্প্রতিক সময়ে সিবিআই, শিক্ষা পর্ষদ এবং চাকরিপ্রার্থীদের যে বৈঠক হয়েছিল তাতে জানা গিয়েছিল, প্রায় ৪ হাজার শূন্যপদ আছে। সেই প্রেক্ষিতেই বিচারপতি গঙ্গোপাধ্যায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে উপযুক্ত প্রার্থীদের নিয়োগ করতে হবে, এমন নির্দেশ দিয়েছিলেন। তার বিরুদ্ধেই নতুন করে আদালতের দ্বারস্থ হয়েছে পর্ষদ। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ ছিল, প্রাথমিকে ৩ হাজার ৯২৯টি শূন্যপদে অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে এবং ১১ নভেম্বরের মধ্যে আদালতকে রিপোর্ট দিতে হবে প্রাথমিক শিক্ষা সংসদকে। কিন্তু এই ইস্যুতে আদালত কী রায় দেয় তার জন্য অপেক্ষা করতেই হচ্ছে চাকরিপ্রার্থীদের।

জানা গিয়েছিল, ২০১৬ সালে রাজ্যে ৪২ হাজার শিক্ষক নিয়োগ হয়েছিল। আর ২০২০ সালে ১৬ হাজার ৫০০ শূন্যপদে নিয়োগ করা হয়। চাকরিপ্রার্থীদের দাবি ছিল, বিভিন্ন জেলায় ৩ হাজার ৯২৯ ফাঁকা পদ আছে। হাইকোর্ট এই ভিত্তিতেই নির্দেশ দিয়েছিল। তবে পর্ষদ সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেছে।

Around The Web

Trending News

You May like