কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশিকা না আসা পর্যন্ত বহাল থাকবে মুকুল রায়ের পাবলিক অ্যাকাউন্টস কমিটি (পিএসি)-র চেয়ারম্যান পদ৷ শুক্রবার জানালেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়। ২১ ডিসেম্বর পর্যন্ত শুনানি মুলতুবি করলেন তিনি৷
আরও পড়ুন- বিজেপিতে যোগ দিলে পদ্মশ্রী পাইয়ে দিতে পারি! বলেছিল একজন, জানালেন মনোরঞ্জন
কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার এবং বিধানসভার অধ্যক্ষ সুপ্রিম কোর্টে ২ টি মামলা দায়ের করেছিলেন৷ ১৮ নভেম্বর সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানির সম্ভাবনা। আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আইনজীবী দীনদয়াল ভট্টাচার্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। অধ্যক্ষ জানান, আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। এদিন বিরোধী দল শুনানিতে উপস্থিত থাকলেও, অনুপস্থিত ছিলেন মুকুল রায়।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে যখন সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করতে গিয়েছিলেন তখন সেখানে উপস্থিত ছিলেন মুকুল রায়। কিন্তু সেখান থেকে ফিরে পিএসি বৈঠকে যোগ দিতে পারেননি। বিজেপি তাঁকে অসুস্থ বলে চালাতে চাইছে। এই পরিস্থিতিতে গত ৩ নভেম্বর বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে পাবলিক অ্যাকাউন্টস কমিটির বৈঠক করার বিষয়ে জানিয়ে দেন বিধায়ক মুকুল রায়। আগামী ২৬ নভেম্বর পিএসি’র পরবর্তী বৈঠক রয়েছে। মুকুল এই বৈঠকে যোগ দেবেন বলে জানিয়েছেন।
বিধানসভা ভোটে কৃষ্ণনগর থেকে জয়ী হন মুকুল রায়৷ কিন্তু তিনি বিধায়ক পদ ধেরে রেখেই তৃণমূল কংগ্রেসে প্রত্যাবর্তন করেন৷ মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে পিএসি’র চেয়ারম্যান করার পর থেকেই বিরোধিতায় সোচ্চার হয় বিরোধীরা৷ এ নিয়ে বিস্তর জলঘোলা হলেও এখনও পিএসি’র চেয়ারম্যান পদেই বহাল রয়েছেন মুকুল রায়৷