বিজেপিতে যোগ দিলে পদ্মশ্রী পাইয়ে দিতে পারি! বলেছিল একজন, জানালেন মনোরঞ্জন

বিজেপিতে যোগ দিলে পদ্মশ্রী পাইয়ে দিতে পারি! বলেছিল একজন, জানালেন মনোরঞ্জন

e09a46bbc4334f42215b460187fa0172

কলকাতা: তিনি যে সবসময় বিস্ফোরক মন্তব্য করেন তা নয় কিন্তু তাঁর কিছু কিছু মন্তব্য ব্যাপক বিতর্ক সৃষ্টি করে। হালে এমন কিছু মন্তব্য করেছেন শাসকদলের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী যে তাতে দলও অস্বস্তিতে পড়েছে। কিন্তু এবার পদ্মশ্রী পুরস্কার নিয়ে বিস্ফোরক মনোরঞ্জন ব্যাপারী। এই পুরস্কার নিয়ে যে মন্তব্য তিনি করেছেন তাতে তিনি এক হাতে নিয়েছেন পুরস্কারপ্রাপ্ত বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকেও।

সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট করেছেন  তৃণমূল কংগ্রেস বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। তিনি সেই পোস্টে উল্লেখ করেছেন যে একবার তাঁকে একজন বলেছিল, বিজেপিতে যোগ দিলে পদ্মশ্রী পাইয়ে দিতে পারে! অন্যদিকে তিনি বলেছেন, কঙ্গনা রানাওয়াত যে পুরস্কার পায় সেই পুরস্কার তাঁর সম্মান বৃদ্ধি করত না। মনোরঞ্জন স্মৃতিচারণ করে লিখেছেন, “গত বছর তখনও বাংলার বিধানসভার ঘোষণা হয়নি। আমাকে নাগপুরের বিশ্বাস বাবু ফোন করে বলেছিলেন অনেকদিন ধরে লিখছেন, অনেক পুরস্কার পেয়েছেন, তবে এবার আপনার একটা কেন্দ্রীয় সরকারের পুরস্কার পাওয়া দরকার। আপনি যদি বিজেপিতে যোগ দেন তাহলে আপনাকে পদ্মশ্রী পাইয়ে দিতে পারি। ভাগ্যিস তার কথায় সেদিন কর্ণপাত করিনি। যে পুরস্কার কঙ্গনা রানাওয়াত পায় আর যাই হোক সে পুরস্কার আমার সম্মান বৃদ্ধি করত না।” এই পোস্টে দেখার পর স্বাভাবিকভাবেই সকলের মনে প্রশ্ন যে নাগপুরের এই ‘বিশ্বাস বাবু’ কে? যদিও এই ব্যাপারে খোলসা করে কিছু বলেননি ঘাসফুল শিবিরের বিধায়ক। কিন্তু একটা জিনিস তিনি বুঝিয়ে দিয়েছেন যে, কেন্দ্রীয় সরকার তথা বিজেপির ঘনিষ্ঠ হলে এখন পদ্মশ্রী সম্মান পাওয়া যেতে পারে যা আদতে পেয়েছেন কঙ্গনা রানাওয়াত। 

আসলে বিগত কয়েক বছর ধরেই কেন্দ্রের যাবতীয় নীতি এবং সিদ্ধান্তকে সমর্থন করে আসছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা। নেটিজেনদের একাংশ তাকে ইতিমধ্যেই অন্ধ ভক্ত বলে অভিহিত করে দিয়েছে। কেন্দ্রের যাবতীয় সিদ্ধান্তের সমর্থন করে দেশের বিরোধী দলগুলোকে নানাভাবে আক্রমণ করেন কঙ্গনা রানাওয়াত। পদ্মশ্রী পুরস্কার পাওয়ার পর তিনি আবার সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমে দাবি করেছেন যে ভারত আসল স্বাধীনতা পেয়েছে ২০১৪ সালে অর্থাৎ যে বছর বিজেপি ক্ষমতায় এসেছিল। অভিনেত্রীর মুখ থেকে এই মন্তব্য শোনার পর অধিকাংশ আওয়াজ তুলেছেন যাতে তাঁর পদ্মশ্রী পুরস্কার বাতিল করা হয়। ইতিমধ্যে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে পুলিশে মামলা দায়ের হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *