দুয়ারে তৃতীয় ঢেউয়ের শঙ্কা! বাংলায় অক্সিজেন সরবরাহ নিয়ে তৎপর নবান্ন

দুয়ারে তৃতীয় ঢেউয়ের শঙ্কা! বাংলায় অক্সিজেন সরবরাহ নিয়ে তৎপর নবান্ন

কলকাতা:  করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সামলাতে না সামলাতেই চোখ রাঙাচ্ছে তৃতীয় ঢেউ৷ আর সম্ভাব্য তৃতীয় ঢেউ মোকাবিলায় আগাম তৎপর রাজ্য সরকার৷ পূর্বের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগেই অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে চাইছে নবান্ন৷ উত্তর এবং দক্ষিণবঙ্গের প্রত্যন্ত এলাকায় অক্সিজেন সরবরাহে যাতে কোনও ঘাটতি না হয়, সে দিকে বিশেষ ভাবে নজর দেওয়া হচ্ছে৷  রোগীর সংখ্যা বাড়লেও প্রয়োজনে যাতে অক্সিজেন সাপোর্ট দেওয়া যায়, সেই ব্যবস্থাই করা হচ্ছে৷ 

আরও পড়ুন- বিস্ময় বালক! মাত্র ১০ বছর বয়সে জ্যোতির্বিজ্ঞানের বই লিখে তাক লাগাল কলকাতার রেয়াংশ

রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী বলেন, রাজ্যের দুর্গম ও প্রত্যন্ত এলাকাতেও অক্সিজেনের অভাব হবে না৷ রাজ্যের নির্দেশ হাতে পেয়েই স্বাস্থ্য দফতর প্রতি জেলায় একাধিক অক্সিজেন প্লান্ট তৈরির কাজ শুরু করে দিয়েছে৷ সুন্দরবনের গোসাবা, পাথরপ্রতিমা, সাগরদ্বীপ থেকে উত্তরবঙ্গের কোচবিহার, দার্জিলিং-এও চাহিদা অনুযায়ী অক্সিজেন সরবরাহ নিশ্চিত করার ব্যবস্থা করা হচ্ছে। রাজ্যে বর্তমানে ১৪টি লিকুইড মেডিক্যাল অক্সিজেন প্ল্যান্ট এবং ১১৫টি প্রেসার সুইং অ্যাডসর্পশন অক্সিজেন প্লান্ট তৈরির কাজ চলছে। পাশাপাশি বিভিন্ন জেলার প্রত্যন্ত এবং দুর্গম এলাকার জন্য পাঁচ হাজার অক্সিজেন কনসেনট্রেটর রাখার ব্যবস্থা করা হচ্ছে বলেও স্বাস্থ্য দফতর সূত্রে খবর। দ্বিতীয় ঢেউয়ে  যে ভাবে বিভিন্ন রাজ্যে অক্সিজেনের অভাবে করোনা আক্রান্ত রোগীরা মৃত্যুর কোলে ঢোলে পড়েছে, তার পুনরাবৃত্তি এরাজ্যে হোক তা চায় না নবান্ন৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 4 =