Aajbikel

সুপারিশপত্র ছাড়াই চাকরি! গ্রুপ-সি'র ৫৭ জনের তালিকা চাইল হাইকোর্ট

 | 
অভিজিৎ

কলকাতা: কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল ২০১৬-এর গ্রুপ সি পদের চাকরিপ্রার্থীদের মধ্যে যাঁদের ওএমআর শিটে গরমিল ছিল, তার তালিকা প্রকাশ করতে হবে। সেই মতোই এই তালিকা গতকাল প্রকাশ করেছে এসএসসি। জানা গিয়েছে, ওএমআর সিটের ৯০ শতাংশে কারচুপি হয়েছে। এবার আরও এক তালিকা প্রকাশের নির্দেশ এসএসসি পেল। সুপারিশপত্র ছাড়াই চাকরি দেওয়া হয়েছে যাদের সেই তালিকা আদালত চাইল। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, আগামী ২ ঘণ্টার মধ্যেই তা প্রকাশ করতে হবে।

আরও পড়ুন- নিয়োগ ইস্যুতে মিছিলের অনুমতি শেষমেষ মিলল, তবে মানতে হবে আদালতের শর্ত

এসএসসির সুপারিশপত্র ছাড়াই চাকরি দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে ৫৭ জন গ্ৰুপ-সি কর্মীর বিরুদ্ধে। সেই নামের তালিকা প্রকাশ করতেই নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। জানা গিয়েছে, এসএসসি এই তালিকা দেওয়ার পর বিকেলে আবার এই মামলার শুনানি হবে। এতজন কী ভাবে সুপারিশপত্র ছাড়া চাকরি পেলেন, কে তাঁদের সুপারিশপত্র দিল, এইসব জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট। এই প্রসঙ্গে নিয়োগ কাণ্ডে ধৃত এসএসসি উপদেষ্টা শান্তিপ্রসাদ সিংহের নামও নিয়েছে আদালত। স্কুল সার্ভিস কমিশনের সুপারিশপত্র না পেলে চাকরি মেলে না উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে নিয়োগের ক্ষেত্রে। এই সুপারিশপত্রের ভিত্তিতে নিয়োগপত্র দেয় মধ্যশিক্ষা পর্ষদ। কিন্তু এই ৫৭ জনের ক্ষেত্রে কোনও সুপারিশপত্র দেওয়া হয়নি বলে অভিযোগ। 

এমনিতে গ্রুপ-সি নিয়ে জানা গিয়েছে, মোট ৩ হাজার ৪৭৭ জনের ওএমআর সিট পরীক্ষা করে দেখা হয়েছে। তার মধ্যে ৩ হাজার ১১৫ জনের ওএমআরেই গোলমাল! অর্থাৎ প্রায় ৯০ শতাংশ ওএমআর সিটে কারচুপি হয়েছে। আর মাত্র ৩৬২ জনের ওএমআর সঠিক, সেখানে কোনও বিকৃতি নেই। আদালতের নির্দেশেই ওই ৩ হাজার ১১৫ জনের নাম বৃহস্পতিবার নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে এসএসসি।

Around The Web

Trending News

You May like