আটকে শিক্ষকের পেনশন, শিক্ষা সংসদের আধিকারিকদের বেতন বন্ধের নির্দেশ হাইকোর্টের

আটকে শিক্ষকের পেনশন, শিক্ষা সংসদের আধিকারিকদের বেতন বন্ধের নির্দেশ হাইকোর্টের

4bb40f1ffbe2a946a4018a45d1847cf1

কলকাতা:  শিক্ষকের পেনশন আটকে হাই কোর্টে সমালোচিত প্রাথমিক শিক্ষা সংসদ। এই সংক্রান্ত একটি মামলায় মঙ্গলবার শিক্ষা সংসদের আধিকারিকদের তীব্র ভর্ৎসনা করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ 

আরও পড়ুন- বাঁকুড়ায় কয়লা কেলেঙ্কারি, বিদ্রোহ বাসিন্দাদের! প্রতিবাদ-অবরোধ

জনৈক ধ্রুবজ্যোতি সরকার নামে এক শিক্ষকের অবসারকালীন ভাতা বা পেনশন আটকে রাখা নিয়ে মামলা দায়ের হয়েছিল৷ অভিযোগ, ২০২০ সালে অবসর নেন তিনি৷ এর পর থেকে এখনও পেনশন হাতে পাননি৷ যার জেরেই তিনি আদালতের দ্বারস্থ হন৷ এই মামলার শুনানির সময় ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ তিনি বলেন, পেনশন আটকে রেখে হেনস্থার দিন এ বার শেষ হওয়া দরকার। কেন প্রাপ্য টাকা যথা সময়ে পাওয়ার অধিকার থাকবে না? 

কড়া ভাষায় প্রাথমিক শিক্ষা সংসদের সমালোচনা করে বিচারপতি বলেন, ‘‘প্রাথমিক বা উচ্চ শিক্ষা যাই হোক না কেন, শিক্ষকদের পেনশন আটকে রেখে তাঁদেরকে হেনস্থার ঘটনা এ বার শেষ হওয়া উচিত।’’  সেই সঙ্গে  এই ঘটনায় প্রাথমিক শিক্ষা সংসদের যে সকল আধিকারিক জড়িত রয়েছেন, তাঁদের বেতন বন্ধেরও নির্দেশ দেন বিচারপতি।

আরও পড়ুন- ছাত্রদের বহিষ্কারের সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ, ‘লঘু পাপে গুরুদণ্ড’, মন্তব্য বিচারপতির

আবেদনকারীর আইনজীবী গৌরব দাস ও মধুমিতা দাস আদালতে জানান, ২০০৮ সালে দক্ষিণ দিনাজপুরের তপন থেকে উত্তর ২৪ পরগনায় বদলি হন ধ্রুবজ্যোতি সরকার৷ ২০২০ সালে তিনি অবসর নেন। ওই শিক্ষককের অভিযোগ, অবসরের পর থেকেই তিনি পেনশন পাচ্ছেন না। তাঁর আইনজীবীর বক্তব্য, এর জন্য দায়ী দক্ষিণ দিনাজপুরের প্রাথমিক শিক্ষা সংসদ। বার বার বলা স্বত্ত্বেও, বদলির ১৪ বছর পরেও তারা নতুন স্কুলে সার্ভিস বুক-সহ অন্য কোনও তথ্য পাঠায়নি। মঙ্গলবার আদালতের সামনে পুরো ঘটনাটি তুলে ধরতেই ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। পাশাপাশি তাঁর নির্দেশ, এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত দক্ষিণ দিনাজপুরের প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান, জেলা পরিদর্শক ও স্কুল পরিদর্শকের বেতন বন্ধ থাকবে৷  ১৩ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *