বাঁকুড়ায় কয়লা কেলেঙ্কারি, বিদ্রোহ বাসিন্দাদের! প্রতিবাদ-অবরোধ

বাঁকুড়ায় কয়লা কেলেঙ্কারি, বিদ্রোহ বাসিন্দাদের! প্রতিবাদ-অবরোধ

 

বাঁকুড়া: ওভারলোডিং বালি পরিবহন রুখতে যখন কোমর বেঁধে নেমেছে মহকুমা থেকে জেলা প্রশাসন, ঠিক তখনই বাঁকুড়া শহরের বুকে রমরমিয়ে চলছে ওভারলোড কয়লা পরিবহন! এই অভিযোগ তুলে মঙ্গলবার রাতে কয়লা বোঝাই ডাম্পার আটকে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। বাঁকুড়া শহরের কেরানীবাঁধ এলাকার ঘটনা।

বাঁকুড়ার বড়জোড়ার বাগুলি খোলামুখ কয়লা খনি থেকে আসা কয়লা বাঁকুড়া স্টেশন সংলগ্ন বেলগড়িয়া এলাকায় কয়লা বোঝাইয়ের জন্য বিশেষ শেড থেকে বিভিন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রে সরবরাহ করা হয়। স্থানীয়দের দাবি, এক একটি ডাম্পারের যেখানে পরিবহন ক্ষমতা ১৬ টন, সেখানে ৩০ থেকে ৩২ টন পর্যন্ত কয়লা পরিবহনের ফলে রাস্তা ভেঙে চুরে যাচ্ছে। এমনকি এর ফলে প্রায়শই ছোট বড় দূর্ঘটনা ঘটছে বলে অভিযোগ। আর এই ঘটনার প্রতিবাদেই তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

বাসিন্দাদের অভিযোগ, ওভার লোডিংয়ের জেরে রাস্তা ভেঙে চুড়ে গিয়েছে৷ হাজারও খানা খন্দ৷ সামান্য বৃষ্টিতেই রীতিমতো নাস্তানাবুদ হাল হতে হয়৷ কারণ, রাস্তায় জল জমে গেলে আলাদা করে গর্ত বোঝার উপায় থাকে না৷ তারই জেরে বাড়ছে দুর্ঘটনা৷ ডাম্পার চালক বাপি বাউড়ি বলেন, ‘‘এই বিষয়ে আমাদের করার কিছু নেই। কোম্পানীর নির্দেশ মতোই আমরা কাজ করতে বাধ্য হয়৷’’ যদিও এবিষয়ে কোনও মন্তব্য করতে চাননি সাইট ইনচার্জ রাজু বারোলি৷ তবে তাঁর দাবি, ‘‘বেহাল রাস্তা আমরাই সংস্কার করে থাকি৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − twelve =