Aajbikel

কেউ বাঁচাতে পারবে না! এজলাস বয়কট-পোস্টার ইস্যুতে কড়া বার্তা হাইকোর্টের বিচারপতির

 | 
হাইকোর্ট

কলকাতা: বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসের সামনে ঝামেলা এবং বাড়ির সামনে পোস্টার সাঁটানোর ঘটনায় পুলিশ ৬ জনের নাম জানিয়েছিল। সেই ৬ জনের পরিচয় সম্পর্কে জানতে চাইলেন বিচারপতি টি এস শিবগানাম। তাঁর স্পষ্ট হুঁশিয়ারি, কেউ বাঁচাতে পারবে না তাঁদের! একই সঙ্গে তাঁর প্রশ্ন, ওই ছয় জন কারা? কী জন্য এই কাজ করেছে? তারা টাকার বিনিময়ে এই কাজ করতে পারে। এই ইস্যুতে হলফনামা চেয়েছেন তিনি। 

আরও পড়ুন- মেলেনি প্রাপ্য সম্মান, দেশ-বিদেশে ফুটবল খেলা মেয়ে এখন জোম্যাটোর ডেলিভারি গার্ল!

এদিনের শুনানিতে আইনজীবী অরুণাভ ঘোষের সঙ্গে বিচারপতি চিত্তরঞ্জন দাশের গুরুত্বপূর্ণ কথোপকথন হয়। বিচারপতি আইনজীবীর কাছে জানতে চান তিনি আদালতের সঙ্গে সৎ আচরণ করছেন কিনা। কারণ তিনি জানিয়েছেন, যে ৮৬ জনের নাম সিল কভারে দেওয়া হয়েছে তাদের তিনি চিনতে পারছেন না। তবে বিচারপতির হুঁশিয়ারি, কী করে চিনতে হয় তা তারা জানেন। যদি এরা নিজে থেকে সামনে না আসে তাহলে চিনে ঠিক নেওয়া হবে। বিচারপতি টি এস শিবগানাম বলেন, তাঁদের মনে হয় এতজন নয়, মাত্র ১২ থেকে ১৩ জন এই কাজ করেছে। 

আসলে বার অ্যাসোসিয়েশনকে কারা ওই দিন এজলাসের সামনে ছিল তাদের চিহ্নিত করতে নির্দেশ দেওয়া হয়েছিল। তবে তারা তিনটি সিল কভারে ৮৬ জনের নাম দিয়েছে। গোটা প্রক্রিয়াকে নষ্ট করে দেওয়া হয়েছে বলে ক্ষোভ প্রকাশের আদালতের। এই প্রেক্ষিতে নির্দেশ, ওই দিন কারা ১৩ নম্বর এজলাসের সামনে ঝামেলার সঙ্গে যুক্ত ছিলেন তাদের এবার বার কাউন্সিল চিহ্নিত করবে এবং যেহেতু বার কাউন্সিল অফ ইন্ডিয়া ইতিমধ্যেই এ বিষয়ে তদন্ত করেছে তাই তারাও তিন সপ্তাহ পর যৌথ ভাবে রিপোর্ট জমা দেবে। সব মিলিয়ে তিন সপ্তাহ সময় দেওয়া হল। এই সময়ের মধ্যে তদন্ত শেষ করতে হবে।

Around The Web

Trending News

You May like