পুরভোটে কেন্দ্রীয় বাহিনী নয়! BJP-র আর্জি খারিজ করে রাজ্য পুলিশেই আস্থা রাখল হাইকোর্ট

পুরভোটে কেন্দ্রীয় বাহিনী নয়! BJP-র আর্জি খারিজ করে রাজ্য পুলিশেই আস্থা রাখল হাইকোর্ট

কলকাতা: কেন্দ্রীয় বাহিনী দিয়ে পুরভোটে করানোর দাবি জানিয়ে হাইকোর্টে গিয়েছিল বিজেপি৷ বৃহস্পতিবার সেই দাবি খারিজ করে দিয়ে রাজ্য পুলিশেই আস্থা রাখল কলকাতা হাইকোর্ট৷  বিচারপতি রাজশেখর মান্থার নির্দেশ, কেউ নিরাপত্তার অভাব বোধ করলে যেন সংশ্লিষ্ট থানায় অভিযোগ করে৷ অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেবে রাজ্য পুলিশ৷ নিরাপত্তা নিয়ে রাজ্য ও রাজ্য নির্বাচন কমিশনের ব্যাখ্যায় সন্তুষ্ট আদালত৷ 

আরও পড়ুন- শুভেন্দু কবে বাংলার মুখ্যমন্ত্রী হবেন? জানিয়ে দিলেন কাঁথির যুব তৃণমূল নেতা

এদিন বিজেপির আইনজীবী এসকে কাপুর বলেন, সাংবিধানিক অধিকার রক্ষা করতে ব্যর্থ রাজ্য নির্বাচন কমিশন। প্রার্থীদের হুমকি দেওয়া হচ্ছে। তাঁরা নিরাপত্তা চাইছেন। কমিশন দিতে পারছে না। এটা কনস্টিটিউশন রাইটের মধ্যে পড়ে। তাহলে শান্তিপূর্ণ নির্বাচন হবে কী ভাবে? সুষ্ঠ নির্বাচনের জন্য কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন৷   কেন্দ্রের অতিরিক্ত সলিসিটার জেনারেল ওয়াইজে দস্তুর বলেন, কেন্দ্রের কাছে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী প্রস্তুত আছে। আদালত নির্দেশ দিলেই যে কোনও পরিস্থিতি মোকাবিলা করতে কেন্দ্রীয় বাহিনী পাওয়া যাবে।

পাল্টা রাজ্যের আইনজীবী বলেন, ‘‘এটা কোনও জনস্বার্থ মামলা নয়। মাত্র চার জনের অভিযোগের ভিত্তিতে বলা যায় না, রাজ্য পুলিশ ঠিক মতো কাজ করছে না। এর জন্য সমস্ত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন নেই।’’

পাশাপাশি এদিন প্রতিটি বুথে ওয়ার্ড ভিত্তিক পোলিং এজেন্টর দাবিও খারিজ করে দিয়েছে আদালত। বিচারপতি রাজাশেখর মান্থা বলেন, ১১৬ নম্বর ওয়ার্ডে বুথভিত্তিক পোলিং এজেন্টের দাবি করা হয়েছে। শুধুমাত্র ওই ওয়ার্ডের ক্ষেত্রেই এই বিষয়টি বিবেচনা করে দেখবে কমিশন।

প্রসঙ্গত, কলকাতা পুরভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে সুপ্রিম কোর্টে যায় বিজেপি৷ কিন্তু শীর্ষ আদালত মামলা ফেরায় কলকাতা হাইকোর্টে৷ এর পরে কলকাতা হাইকোর্টে নতুন করে মামলা করে গেরুয়া শিবির৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × two =