কলকাতা: এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র সমনের বিরুদ্ধে আদালতের রক্ষাকবচ পেলেন না অভিষেক ও রুজিরা বন্দ্যোপাধ্যায়৷ কয়লা পাচার কাণ্ডে অভিষেক-রুজিরাকে অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ দিল না দিল্লি হাইকোর্ট৷
আরও পড়ুন- সুচ বিঁধিয়ে শিশুকন্যা খুন! অভিযুক্তদের ফাঁসির সাজা
প্রসঙ্গত, কয়লা পাচার কাণ্ডে অভিষেক ও রুজিরাকে দিল্লি তলব করেছিল ইডি৷ সেই সমনের বিরোধিতা করে হাইকোর্টে মামলা করেছিলেন তাঁরা৷ এই মামলায় ইডি-র মতও জানতে চেয়েছিল আদালত৷ আজ দু’জনের রক্ষাকবচের আবেদনই খারিজ করে দেয় দিল্লি হাইকোর্ট৷ আগামী ২৭ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে৷
প্রসঙ্গত, কয়লা পাচার মামলায় মঙ্গলবার দিল্লিতে ইডি-র সদর দফতরে সস্ত্রীক হাজিরা দিতে বলা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে৷ তাঁদের কাছে বেশ কিছু নথিও তলব করা হয়েছিল৷ এদিকে ইডি-র সমন খারিজের আবেদন জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক-রুজিরা৷ তাঁদের বক্তব্য, তাঁরা কলকাতার বাসিন্দা৷ তাই তাঁদের কলকাতায় জেরা করা হোক৷ দিল্লি ডাকা হচ্ছে কেন? কিন্তু তাঁদের বক্তব্যের বিরোধিতা করে ইডি৷
কলয়া কাণ্ডে ইতিমধ্যেই ৬ সেপ্টেম্বর ইডি-র দফতরে হাজিরা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ টানা ৯ ঘণ্টা জেরা করা হয় তাঁকে৷ কিন্তু এর পর ফের তাঁকে দিল্লি তলব করা হয়৷ এরই মধ্যে অভিষেককে বারবার দিল্লি তলব করায় কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিকে ৬ তারিখ ডাকা হয়েছিল রুজিরাকেও৷ কিন্তু তিনি হাজিরা দেননি৷ চিঠি লিখে জানান, তিনি একজন মা৷ কোভিড পরিস্থিতিতে এত কম সময়ের নোটিশে তাঁর পক্ষে যাওয়া সম্ভব নয়৷ তবে প্রয়োজনে তদন্তকারী অফিসাররা তাঁর বাড়িতে আসতে পারেন৷
আরও পড়ুন- বড় ধাক্কা কংগ্রেসে! জল্পনা উস্কে দল ছাড়লেন ৫ বারের বিধায়ক মইনুল হক
ইতিমধ্যে ২১ সেপ্টেম্বর ফের তাঁকে দিল্লি তলব করা হয় অভিষেককে৷ এই সমনের বিরুদ্ধেই দিল্লি হাইকোর্টে গিয়েছিলেন তাঁরা৷ তবে তাঁদের আবেদন খারিজ হয়ে যায়৷ হাইকোর্টে অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ পেলেন না অভিষেক-রুজিরা৷