মুখ্যমন্ত্রীর নাম বাদ দিতে হবে, রাষ্ট্রপতিকে কুরুচিকর মন্তব্য মামলায় এল নির্দেশ

মুখ্যমন্ত্রীর নাম বাদ দিতে হবে, রাষ্ট্রপতিকে কুরুচিকর মন্তব্য মামলায় এল নির্দেশ

কলকাতা: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে তৃণমূলের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অখিল গিরি যে মন্তব্য করেছিলেন তার জন্য কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। আর সেই মামলায় পার্টি করা হয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু এখন আদালত নির্দেশ দিয়েছে, মুখ্যমন্ত্রীর নাম মামলা থেকে বাদ দিতে হবে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এমনটাই জানিয়েছে। মুখ্যমন্ত্রীর আইনজীবী দাবি করেছেন যে, এই মামলায় মুখ্যমন্ত্রীর কোনও ভূমিকা নেই। তাই তাঁকে সংযুক্ত করার কোনও অর্থই হয় না। 

আরও পড়ুন: মানুষের ক্ষোভ তাঁর কাছে আশীর্বাদ, কী ইস্যুতে বললেন অভিষেক

ঠিক কী বলেছিলেন তৃণমূল বিধায়ক অখিল গিরি? গত বছর নভেম্বর মাসে নন্দীগ্রাম দিবস নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কটাক্ষের জবাব দিতে গিয়ে রাষ্ট্রপতিকে নিয়ে কুরুচিকর মন্তব্য ছিল তাঁর। অখিল বলেছিলেন, ”আমরা রূপের বিচার করি না। তোমার রাষ্ট্রপতির চেয়ারকে সম্মান করি। কিন্তু তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা?” তাঁর এই ভিডিও ভাইরাল হতেই সমালোচনার ঝড় বয়ে যায় রাজ্যের সর্বত্র। বিজেপির তরফ থেকে দাবি করা হয় যে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সরকার আদিবাদী বিরোধী। 

কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হওয়ার আগে রাষ্ট্রপতিকে নিয়ে কুমন্তব্যের জেরে অখিল গিরির বিরুদ্ধে জাতীয় মহিলা কমিশনেও নালিশ জানিয়েছিল বিজেপি। নিশানা করা হয়েছিল রাজ্য সরকারকেও। জেলায় জেলায় বিক্ষোভও দেখানো হয়। এমনকি তৃণমূল নেতার পদত্যাগের দাবিতে রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচির ডাকও দেওয়া হয়েছিল গেরুয়া শিবিরের পক্ষ থেকে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + eight =