Aajbikel

মানুষের ক্ষোভ তাঁর কাছে আশীর্বাদ, কী ইস্যুতে বললেন অভিষেক

 | 
অভিষেক

কলকাতা: আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস শুরু করে 'দিদির সুরক্ষা কবচ' কর্মসূচি। জেলায় জেলায় 'দিদির দূত'রা পৌঁছে যাচ্ছেন সাধারণ মানুষের সমস্যা শোনার জন্য। কিন্তু বিগত কয়েক দিনেই দেখা গিয়েছে, অনেক জায়গাতেই বিক্ষোভের মুখে পড়তে হয়েছে তৃণমূল নেতাদের। কোথাও জল নিয়ে, কোথাও আবার অন্য কোনও সমস্যার কথা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয়রা। এই নিয়ে এবার মুখ খুলেলন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি এই ইস্যুতে সম্পূর্ণ ভিন্ন মত পোষণ করলেন।

আরও পড়ুন- উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট-রেজিস্ট্রেশন দেওয়ার দিন বদল, যা জানাল সংসদ

অভিষেক এই ক্ষোভ এবং প্রতিবাদের বিষয় নিয়ে বলেন, মানুষ যাদের থেকে কাজের আশা করছে তাদের কাছেই ক্ষোভ জানায়। তাই এই ক্ষোভ তাঁর কাছে আশীর্বাদের মতো। আর এমন কিছু হলেই কাজ করার স্পৃহা বাড়বে, মানুষের জন্য তারা কাজ করে যাবেন। তৃণমূল নেতার আরও বক্তব্য, মানুষের যে সমস্যা আছে সেই সমস্যাগুলির কথা তো জানাবেই। সেই সমস্যা জেনেই কাজ করবে তৃণমূল কংগ্রেস সরকার। এক্ষেত্রে বিজেপিকেও একহাত নেন তিনি। বলেন, বিজেপির সাংসদ বা বিধায়ককে খুঁজে পাওয়া যায় না। মানুষ তৃণমূলকে সমস্যার কথা জানাচ্ছে, তৃণমূলই সেই সমস্যার সমাধান করবে।

এখানেই থামেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, মানুষ নিজেদের সমস্যার কথা জানাতে চান। কিন্তু বিজেপির কোনও নির্বাচিত নেতাকে তারা কাছে পান না, তাহলে তাদের সমস্যার কথা জানাবেন কী ভাবে? আর তৃণমূল কংগ্রেসও দিল্লির বাবুদের কাছে মাথানত করবে না।  

Around The Web

Trending News

You May like