ঠিক কী ভূমিকা সিভিক ভলেন্টিয়ারদের? নির্দেশিকা তৈরির নির্দেশ হাইকোর্টের

ঠিক কী ভূমিকা সিভিক ভলেন্টিয়ারদের? নির্দেশিকা তৈরির নির্দেশ হাইকোর্টের

কলকাতা: রাস্তায় এক এক জায়গায় এখন পুলিশের থেকে বেশি সিভিক ভলেন্টিয়ারদের দেখা যায়। সংখ্যা তারাই বেশি থাকে এবং অনেকের অভিযোগ সিভিকদের দৌরাত্ম্য বেশি। বিভিন্ন এলাকা থেকেই মাঝে মাঝে এই সিভিক ভলেন্টিয়াদের নিয়ে একাধিক অভিযোগ আসে। সম্প্রতি এসেছে সরশুনা থানা এলাকা থেকে। সেই মামলার শুনানি এদিন ছিল কলকাতা হাইকোর্টে। তার প্রেক্ষিতেই রাজ্য পুলিশের আইজিকে গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। সিভিক ভলান্টিয়ার নিয়ে নির্দেশিকা তৈরির নির্দেশ দিয়েছেন তিনি। 

আরও পড়ুন- নিশীথ-কাণ্ডে কড়া বিবৃতি রাজভবনের, বিজেপির দাবি মেনে রাষ্ট্রপতি শাসন জারি হবে রাজ্যে?

আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সিভিক ভলান্টিয়ারদের কী ভূমিকা রয়েছে? কোন কোন কাজে ব্যবহার করা হয় সিভিক ভলান্টিয়ারদের? মূলত এই বিষয়ে জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট। তাই রাজ্য পুলিশের আইজিকে নির্দেশ দেওয়া হয়েছে সিভিকদের নিয়ে নির্দেশিকা তৈরি করে আগামী ২৯ মার্চের মধ্যে তা আদালতে জমা দিতে হবে। কিন্তু ঠিক কী মামলার ভিত্তিতে এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট? আসলে, কিছুদিন আগে এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে সরশুনা থানার বিরুদ্ধে। পরিবারের অভিযোগ, পুলিশের সঙ্গে দুজন সিভিক ভলেন্টিয়ার ছিল যারা এই কাজ করেছে। এর পরেই হাইকোর্টের দ্বারস্থ হয় পরিবার।