Aajbikel

নিহত বিজেপিকর্মী অভিজিতের ভাই এবং মাকে ‘পর্যাপ্ত নিরাপত্তা’ দেওয়ার নির্দেশ বিচারপতি মান্থার

 | 
রাজাশেখর মান্থা

কলকাতা: ভোট পরবর্তী হিংসা মামলায় বেলেঘাটার বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের ঘটনায় সাক্ষীকে হুমকি দেওয়ার অভিযোগ৷  শনিবার বেশ কয়েক জন দুষ্কৃতী ওই সাক্ষীর বাড়িতে গিয়ে হুমকি দেন বলে অভিজিতের পরিবারের তরফে দাবি করা হয়। এর পরেই পুলিশি নিরাপত্তা চেয়ে সোমবার কলকাতা হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়। পাশাপাশি এদিন অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার এবং তাঁর মাকে ‘পর্যাপ্ত নিরাপত্তা’ দেওয়ার নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা৷ বলা হয়, শিয়ালদহ আদালতে সাক্ষ্যগ্রহণের সময় পুলিশকে তাঁদের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে৷ 

আরও পড়ুন- নিশীথ-কাণ্ডে কড়া বিবৃতি রাজভবনের, বিজেপির দাবি মেনে রাষ্ট্রপতি শাসন জারি হবে রাজ্যে?

২০২১ সালে বিধানসভা নির্বাচনের পর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হিংসার অভিযোগ উঠতে থাকে। ২ মে ফল ঘোষণার দিনই কাঁকুড়গাছির শীতলাতলা লেনের বাসিন্দা অভিজিৎ সরকারের দেহ উদ্ধার করা হয়। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তোলেন নিহত বিজেপি কর্মীর পরিবার। ভাইকে খুনের অভিযোগ দায়ের করেন দাদা বিশ্বজিৎ সরকার। খুনের ঘটনায় নাম জড়ায় বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পালের। গত বছর সেপ্টেম্বর মাসেই এই মামলায় পরেশকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই।

বিচারপতি রাজাশেখর মান্থা নারকেলডাঙা থানাকে নোটিশ দেওয়ার নির্দেশ দেন। সোমবার দুপুরেই এই মামলার শুনানি হওয়ার কথা। সোমবার শিয়ালদহ আদালতে কাঁকুড়গাছির বিজেপিকর্মী খুনের ঘটনায় তাঁর মায়ের সাক্ষ্য গ্রহণ করা রয়েছে।

Around The Web

Trending News

You May like