কলকাতা: রাজ্যের পঞ্চায়েত নির্বাচন নিয়ে জটিলতা আরও কিছুটা বাড়ল। কারণ এখনই নির্ঘন্ট প্রকাশ করতে পারছে না রাজ্য নির্বাচন কমিশন। যে স্থগিতাদেশ জারি ছিল এই ইস্যুতে তার মেয়াদ আবার বৃদ্ধি করেছে কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ আজ এই নির্দেশ দিয়েছে। জানান হয়েছে, পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশের স্থগিতাদেশ আর একদিন বেড়েছে। আবেদনকারী বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর পক্ষে আইনজীবী রামজিৎ সিং পাটুয়ারিয়া স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি আবেদন জানিয়েছিলেন। তাঁর আবেদন মঞ্জুর হয়েছে।
আরও পড়ুন- বাজেট: যুবসমাজের জন্য ‘ভবিষ্যৎ ক্রেডিট কার্ড’, কর্মসংস্থান নিয়ে বড় ঘোষণা
পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার দাবিতে গত ডিসেম্বর মাসে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। হিংসার প্রসঙ্গ টেনে এনে তিনি কেন্দ্রীয় বাহিনী দিয়ে এবং অবসরপ্রাপ্ত কোনও বিচারপতির নজরদারিতে পঞ্চায়েত ভোট করানোর আর্জি জানিয়েছিলেন। এই মামলার আগের এক শুনানিতেই প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের নির্দেশ ছিল, মামলার পরবর্তী শুনানির আগে পর্যন্ত রাজ্য নির্বাচন কমিশন বিজ্ঞপ্তির দিন প্রকাশ করতে পারবে না। সেই স্থগিতাদেশই এদিন বাড়ান হল।
” style=”border: 0px; overflow: hidden”” title=”রাজ্যপালের ‘মেজাজ’ বদলে কতটা খুশি বিজেপি? Governor CV Ananda on upcoming Panchayat elections” width=”835″>
বিশেষজ্ঞদের একটি অংশের মতে, এপ্রিল মাসে ভোট হলেও হতে পারে যদিও কোনও রকম আইনি জটিলতা না বাড়ে। অনুমান, ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচির ফলাফলের ওপর অনেকটা নির্ভর করছে পঞ্চায়েত ভোট। ‘ফিডব্যাক’ যদিও ইতিবাচক হয় তাহলে আরও দ্রুত ভোট হয়ে যেতেই পারে।