বন সহায়ক নিয়োগ মামলায় অস্বস্তিতে রাজ্য, হলফনামা চাইল হাইকোর্ট

বন সহায়ক নিয়োগ মামলায় অস্বস্তিতে রাজ্য, হলফনামা চাইল হাইকোর্ট

কলকাতা:  বনসহায়ক নিয়োগ মামলায় হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার৷ বন সহায়ক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের হলফনামা তলব করলেন বিচারপতি রাজশেখর মন্থা। ৪ মার্চের মধ্যে এই হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷ 

আরও পড়ুন-খালি গায়ে, বাটি হাতে রাজপথে মাদ্রাসার শিক্ষকদের কাফন আন্দোলন

দিন কয়েক আগে প্রকাশ্যে মঞ্চে বনসহায়ক পদে কারসাজির অভিযোগ তুলেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিয়েই এই অভিযোগ তুলেছিলেন তিনি৷ সেই সঙ্গে এই ঘটনার তদন্ত হবে বলেও জানান৷ এর পরেই তদন্তের প্রস্তাবে অনুমতি দেয় রাজ্য মন্ত্রিসভা৷ 

কীভাবে নিয়োগ করা হয়েছে?  মেধাতালিকার কি অবস্থা?  হলফনামায় জানতে চায়েছেন বিচারপতি রাজশেখর মান্থা। প্রসঙ্গত, গত বছর নভেম্বর মাসে বন সহায়ক পদে ২ হাজার কর্মী নিয়োগ করা হয়েছিল৷ কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতার অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করেন মালদহের বাসিন্দা কৌশিক ঘোষ সহ বেশ কিছু পরীক্ষার্থী। সেই মামলার পরিপ্রেক্ষিতেই এই নির্দেশ। এর আগে স্যাটেও একটি মামলা দায়ের করা হয়েছে৷ এদিন হাইকোর্টের বিচারপতি রাজ্যের কাছে এই বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছেন৷ রাজ্য হলফনামা জমা দিলেই পরবর্তী শুনানির দিন ধার্য করা হবে৷  

আরও পড়ুন-  বাংলায় ৮ দফা নির্বাচন! আগামী সপ্তাহে বঙ্গ ভোটের নির্ঘণ্ট

 
প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখাতেই শুরু হয় নিয়োগ তরজা৷ মুখ্যমন্ত্রী বনসহায়ক নিয়োগে কারসাজির অভিযোগ তুলতেই পাল্টা পার্দা ফাঁস করেন রাজীব৷ তিনি বলেন, ‘‘বীরভূমে তৃণমূলের কোন বড় নেতা তালিকা নিয়ে হুমকি দিয়েছিলেন, কালীঘাট থেকে কী সুপারিশ করা হয়েছিল সব দেখাতে পারি৷ আমি মুখ খুললে বট গাছ নড়ে যাবে৷’’   

এদিন হাইকোর্টের নির্দেশের পর প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন, রাজ্যে একটি নিয়োগও স্বচ্ছ্বতার সঙ্গে হয়নি৷ আমার ভাবতেই অবাক লাগে৷ গোটা প্যানেলটাই বাতিল করে দেওয়া উচিত৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *