বাংলায় ৮ দফা নির্বাচন! আগামী সপ্তাহে বঙ্গ ভোটের নির্ঘণ্ট

বাংলায় ৮ দফা নির্বাচন! আগামী সপ্তাহে বঙ্গ ভোটের নির্ঘণ্ট

নয়াদিল্লি: একুশের বিধানসভা নির্বাচনকে ঘিরে এখন কার্যত সরগরম বঙ্গ রাজনীতি। আর মাস দেড়েকের মধ্যেই যে পশ্চিমবঙ্গে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে, সে অনুমান করেছেন অনেকেই। আর ভোটের দিনক্ষণের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে রাজনৈতিক উত্তাপ। এ রাজ্যে ঠিক কত তারিখে হবে ভোট? খুব শিগগিরই নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হবে সেই তথ্য।

১৫ ফেব্রুয়ারির পরেই পশ্চিমবঙ্গের ভোটের দিন স্থির করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন, এদিন এমনটাই জানা গেছে সূত্রের খবরে। শুধু পশ্চিমবঙ্গই নয়, তামিলনাড়ু কেরালা আসাম এবং পুদুচেরিতেও হতে চলেছে নির্বাচন। চারটি এলাকার নির্বাচনের দিন একই সঙ্গে স্থির করা হবে। সেই পরিপ্রেক্ষিতেই এবার নির্বাচন কমিশনের প্রতিনিধিরা দক্ষিণের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের উদ্দেশ্যে পারি দিয়েছেন বলে জানা গেছে। ওইসব অঞ্চলের নির্বাচনী পরিস্থিতি পর্যালোচনা করার পর স্থির করা হবে ভোটের তারিখ। আগামী ১৫ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের প্রতিনিধিদের এই দক্ষিণ ভারত সফর শেষ হতে চলেছে।

কমিশন সূত্রের খবরে জানা গেছে, দেশের চার রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলের নির্বাচনী নির্ঘন্ট বিস্তারিত ভাবে প্রকাশ করা হবে ফেব্রুয়ারির শেষ দিকে কিংবা মার্চের শুরুতে। তামিলনাড়ু কেরালা এবং পুদুচেরিতে এক দফা ভোটের আয়োজন করা হতে চলেছে বলেই শোনা যাচ্ছে। তবে পশ্চিমবঙ্গ কিংবা আসামের ক্ষেত্রে বিষয়টা আলাদা। বাংলায় মোট ৬ থেকে ৮ দফায় ভোট করা হতে পারে। আসামে হবে ২ বা ৩ দফার ভোট। সমস্ত বিধানসভা নির্বাচনগুলিকেই আগামী ১ মে তারিখের মধ্যে সম্পন্ন করার কথা ভেবেছে নির্বাচন কমিশন। সিবিএসই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, নির্বাচন কমিশনের যে দলটি দক্ষিণ ভারত সফরে যাচ্ছে সেই দলে রয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা। এছাড়াও রয়েছেন সুশীল চন্দ্র এবং রাজীব কুমার সহ আরো অনেকে। ১০ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁরা তামিলনাড়ু কেরালা এবং পুদুচেরিতে নির্বাচনী পরিস্থিতি পর্যালোচনা করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 4 =