কলকাতা: হাঁসখালি কাণ্ড নিয়ে গতকাল তোলপাড় ফেলা মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনা ধর্ষণ, অন্তঃসত্ত্বা না লাভ অ্যাফেয়ার্স, সেটা কি তদন্ত করে দেখেছেন? এমনই মন্তব্য করেছেন তিনি। মমতার এই কথা শুনে অধিকাংশ সকলে হতবাক। রাজনৈতিক নিশানা তো শুরু হয়েই গিয়েছে, পাশাপাশি মমতার সমালোচনা করেছেন খোদ নির্ভয়ার মা। রাজ্যের মুখ্যমন্ত্রীর এ হেন মন্তব্য মেনে নিতে পারছেন না হাঁসখালির নির্যাতিতার বাবা। তিনিও প্রচণ্ড ক্ষুব্ধ।
আরও পড়ুন: নাবালিকাকে ধর্ষণ তৃণমূল নেতার ছেলের! রাতভর রক্তক্ষরণে মৃত্যু! শ্মশানে গিয়ে তথ্য লোপাটের চেষ্টা
এক জন মুখ্যমন্ত্রী কী ভাবে এমন কথা বলতে পারেন? মমতার কথা শুনে কার্যত অবাক হয়েই এই প্রশ্ন তুলেছেন হাঁসখালির নির্যাতিতার বাবা। একই সঙ্গে তিনি অভিযুক্তদের ফাঁসির দাবিও জানিয়েছেন। এর আগে ওই নাবালিকার মা জানিয়েছেন যে, মেয়ের সঙ্গে অভিযুক্তের প্রেমের সম্পর্ক ছিল ঠিকই কিন্তু তার মেয়ে অন্তঃসত্ত্বা ছিল না কোনও মতেই। তিনিও মুখ্যমন্ত্রীর মন্তব্যকে নস্যাৎ করেছেন। ইতিমধ্যেই মমতার মন্তব্যের বিরোধিতা করে আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করার আবেদন জানিয়েছেন। আসলে মমতার বক্তব্য ছিল, মৃত্যু নিয়ে কোনও জটিলতা থাকলে ৫ তারিখেই অভিযোগ দায়ের করা হল না কেন? কেন দেহ পুড়িয়ে দেওয়া হল? তাহলে তথ্য মিলবে কোথা থেকে? ওই নাবালিকা ধর্ষিতা হয়েছিল নাকি অন্তঃসত্ত্বা ছিল, নাকি শরীর খারাপ বা অন্য কোনও কারণ ছিল, তা জানা যাবে কী করে?
মমতার এই মন্তব্যকে একেবারেই ভালভাবে নেননি নির্ভয়ার মা আশাদেবী। তিনি আরও কড়া বার্তা দিয়ে বলেছেন, ধর্ষণ নিয়ে মমতা যদি এত অসংবেদনশীল হন তা হলে মুখ্যমন্ত্রীর পদ তাঁর জন্য নয়! ঠিক এমন ভাষাতেই বাংলার মুখ্যমন্ত্রীর সমালোচনা করলেন ২০১২ সালে দিল্লিতে গণধর্ষণের শিকার হওয়া নির্ভয়ার মা আশাদেবী। তাঁর স্পষ্ট কথা, এক জন মুখ্যমন্ত্রীর কাছে এমন মন্তব্য একদম প্রত্যাশিত নয়।