Aajbikel

চাকরি হারান গ্রুপ সি'র একাংশ ডিভিশন বেঞ্চের দ্বারস্থ, মামলার অনুমতি

 | 
অভিজিৎ

কলকাতা: গ্রুপ সি মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। স্পষ্ট জানান হয়েছিল যে, মোট ৮৪২ জন গ্রুপ সি কর্মীর চাকরি বাতিল করতে হবে। আদালতের সিঙ্গেল বেঞ্চের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করার আবেদন হল। চাকরি হারানো গ্রুপ সি কর্মীর একাংশ এই আবেদন জানিয়েছে বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে। মামলা দায়ের করার অনুমতি দিয়েছে আদালত। চলতি সপ্তাহেই এই মামলার শুনানি হবে বলে অনুমান। 

আরও পড়ুন- নিয়োগ ইস্যুতে মিছিলের অনুমতি শেষমেষ মিলল, তবে মানতে হবে আদালতের শর্ত 

আগে গ্রুপ সি'তেই কলকাতা হাইকোর্ট ৭৮৫ জনের সুপারিশপত্র বাতিল করার নির্দেশ দিয়েছিল স্কুল সার্ভিস কমিশনকে। এরপর আরও ৫৭ জনের জন্য এই নির্দেশ দেওয়া হয়। মোট ৮৪২ জন এই নির্দেশের ফলে খাতায়-কলমে চাকরি হারান। কিন্তু আদালতের একক বেঞ্চের রায় মানতে চাইছেন না চাকরিজীবীদের একাংশ। তাই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে তারা। এখন দেখা যাক, ডিভিশন বেঞ্চ একক বেঞ্চে রায় বহাল রাখে নাকি নতুন রায় দেয়।

 

তথ্য বলছে, আপাতত বেলাগাম নিয়োগ দুর্নীতির জন্য প্রাথমিকে চাকরি গিয়েছে ২৫২ জনের, এরপর নবম-দশমে চাকরি বাতিল হয়েছে ৬১৮ জনের। আর গ্রুপ সি'তে শুক্রবারই চাকরি বাতিল করার নির্দেশ এসেছে ৮৪২ জনের। এর আগে গ্রুপ ডি'তে চাকরি বাতিল হয়েছে ১ হাজার ৯১১ জনের। সব মিলিয়ে মোট ৩ হাজার ৬২৩ জনের জনের চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট।  

Around The Web

Trending News

You May like