‘রাস্তাশ্রী’ প্রকল্পের গতি কেমন? পর্যালোচনায় বসছে রাজ্য সরকার

‘রাস্তাশ্রী’ প্রকল্পের গতি কেমন? পর্যালোচনায় বসছে রাজ্য সরকার

কলকাতা: গ্রামবাংলায় নতুন সড়ক নির্মাণ ও পুরনো রাস্তা সংস্কারের জন্য নতুন প্রকল্প ঘোষণা হয়েছে। যার নাম ‘রাস্তাশ্রী’। রাজ্য বাজেটে ঘোষিত সেই প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করতে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী শনিবার জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে বসছেন। বৈঠকে ‘রাস্তাশ্রী’ প্রকল্পের পাশাপাশি পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ খরচের হিসেব নিয়েও পর্যালোচনা করা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। 

আরও পড়ুন- বাজেট: দুয়ারে সরকারে উপকৃত ৯ কোটি, আর্থিক বৃদ্ধির হার নিয়ে বড় দাবি

রাজ্য সরকারের তরফে ‘রাস্তাশ্রী’ প্রকল্প ঘোষণা করার পর থেকেই গ্রামীণ এলাকার রাস্তা নির্মাণ ও সংস্কারের পদ্ধতিগত বিষয় নিয়ে বিস্তারিত গাইডলাইন দেওয়া হয়েছে। এদিকে নজরদারির জন্য পঞ্চায়েত দফতর থেকে পৃথক পোর্টাল এবং অ্যাপ তৈরি করতে বলা হয়েছে। বলা হয়েছে, যে গ্রামীণ রাস্তার সংস্কার করা হবে সেগুলিকে বাধ্যতামূলকভাবে জিও ট্যাগিং করতে হবে। পঞ্চায়েত দফতর থেকে জেলাশাসকদের জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ২৭ মার্চের রাজ্যের সাড়ে আট হাজার রাস্তার টেন্ডার প্রক্রিয়া শেষ করে কাজ শুরুর ওয়ার্ক অর্ডার দিতে হবে।