ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প নিয়ে বিশেষ ভাবনা রাজ্যের, কাজ শুরু

ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প নিয়ে বিশেষ ভাবনা রাজ্যের, কাজ শুরু

কলকাতা: রাজ্যে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প ক্ষেত্রকে আরও আধুনিক ও যুগোপযোগী করতে ভৌগলিক অবস্থান সংক্রান্ত সমীক্ষা বা জি আই এস সার্ভের কাজ শুরু হয়েছে। রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প দফতর এই সমীক্ষার তথ্য সমন্বিত একটি পোর্টালও তৈরি করার কাজে হাত দিয়েছে। এই সমীক্ষার মাধ্যমে ছোট শিল্প ক্লাস্টার ও তার সঙ্গে যুক্ত মানুষেরা বিভিন্ন ভাবে উপকৃত হবেন বলে দফতর সুত্রে জানা গেছে। 

জি আই এস সার্ভে থেকে পাওয়া তথ্য অনুযায়ী ওই সব ক্লাস্টার গুলিতে আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তির সহায়তায় ঢেলে সাজানো সম্ভব হবে। অন্যদিকে দেশ বিদেশের আগ্রহী শিল্পপতিরা এই সব শিল্প ক্ষেত্রগুলোর সঠিক অবস্থান সম্পর্কে জানতে পারবেন। যা বিনিয়োগ টানতেও সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। এ রাজ্যের বিভিন্ন জেলা এলাকা ভিত্তিক কুটির শিল্পের জন্য বিখ্যাত। যেমন হাওড়ার জরি শিল্পকে তুলে ধরতে আন্দুলে জরি হাব তৈরি করা হয়েছে, একই রকম ভাবে শিলিগুড়িতে  কাঠের আসবাব পত্র তৈরির ফার্নিচার ক্লাস্টার, বারুইপুরে ধূপকাঠি তৈরির শিল্প গুচ্ছ ক্লাস্টার। ভৌগলিক সমীক্ষা এদের কাজ ও ব্যবসার পরিধিকে আরও প্রসারিত করবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন- রাতের কলকাতায় নাকা চেকিং, কুণাল ঘোষের গাড়ি আটকাল পুলিশ

উল্লেখ্য ২০২০-২১ সালে কেন্দ্রের ক্ষুদ্র শিল্প মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী এ রাজ্যে ক্ষুদ্র শিল্প ইউনিটের সংখ্যা ৮৮.৬৭ লাখ। প্রায় ৫ লক্ষ মানুষ এই শিল্প ক্ষেত্রের সঙ্গে যুক্ত। রাজ্যে ক্ষুদ্র শিল্প ক্লাস্টার সংখ্যা বর্তমানে ৫৭০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 4 =